নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে তামিম ইকবালের দুর্দান্ত এক ইনিংসে দুর্বার রাজশাহীকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ফরচুন বরিশাল। রাজশাহীর দেওয়া ১৬৯ রানের টার্গেট তামিমের ব্যাটে হেসে খেলেই টপকে গেছে বরিশাল।
সিলেট আন্তজর্চাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা দুর্বার রাজশাহী জিসান আলম, এনামুল হক বিজয় ও ইয়াসির আলী রাব্বিদের ব্যাটে চড়ে চার উইকেটে ১৬৮ রান তুলে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৩৯ রান করেছেন অধিনায়ক বিজয়। ৩৫ বলের ইনিংসে চারটি চার হাঁকিয়েছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেছেন ওপেনার জিসান আলম। ২৭ বলের ইনিংস তিনি সাজিয়েছেন তিনটি করে চার ও ছক্কায়। দুই চার ও তিন ছক্কায় ২৩ বলে ৩৭ রান করেছেন ইয়াসির আলী রাব্বি। মোহাম্মদ হারিস ১৬ বলে করেছেন ২২ রান।
বরিশালের হয়ে শাহীন শাহ আফ্রিদী দু’টি উইকেট লাভ করেন।
১৬৯ রানের টার্গেটে খেলতে নামা ফরচুন বরিশাল তামিম ইকবালের ব্যাটে মাত্র তিন উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে। বরিশালের অধিনায়ক তামিম ৮৬ রানের ঝলমলে এক ইনিংস খেলে অপরাজিত থেকেছেন। দৃষ্টিনন্দন ইনিংসটি সাজিয়েছেন ৪৮ বলে এগারো চার ও তিন ছক্কায়। তিন চার ও দুই ছক্কায় ১১ বলে ২৩ রান করেছেন ওপেনার মায়ার্স। ১৩ রান করেছেন তাওহীদ হৃদয়্ চারটি চার ও একটি ছক্কায় ২৪ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম।
রাজশাহীর হয়ে মোহর শেখ দু’টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম.নিপ্র.০০