স্পোর্টস ডেস্ক:: তামিম ইকবাল নিজের অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। বাকী আছে কেবল সাকিব আল হাসানের দলে থাকা না থাকার ইস্যু। এই ইস্যুরও আপাতত সমাধান হতে চলেছে। সাকিব আল হাসানকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল গুছিয়ে নিয়েছেন নির্বাচকেরা। নির্ধারিত সময় কালকের মধ্যেই নির্বাচকেরা দল পাঠিয়ে দেবেন আইসিসিতে।
সেই দলে থাকছে না সাকিবের নাম। বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ দলের তারকা আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না। আজ শনিবার পর্যন্ত বোলিং অ্যাকশনের বৈধতা পাননি এই অলরাউন্ডার। তার বোলিং নিষিদ্ধ হওয়ার পর দু’বার পরীক্ষা দিয়ে ফেল করেছেন তিনি। তৃতীয় বার পরীক্ষায় বসার কোনো খবর মিলেনি।
বোলিং করতে পারবেন না, তাই শুধু ব্যাটার সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখছেন না নির্বাচকেরা। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল দল গুছিয়েছে সাকিব-তামিমকে ছাড়াই। গত সেপ্টেম্বরে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে সমারসেটের বিপক্ষে ম্যাচে। সারের হয়ে দুই ইনিংসে ৬৩ ওভার বোলিং করে সাকিব ৯ উইকেট শিকার করেছিলেন। ওই ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা।
কালকের মধ্যে দল ঘোষণা করবে বিসিবি। তবে সেই দলে পরিবর্তনের সুযোগ আছে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। সাকিব যদি এর মধ্যে পুনরায় আইসিসির স্বীকৃত ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে বৈধতা পান তবেই বিসিবি দলে পরিবর্তন আনতে পারে। অলরাউন্ডার সাকিবকে কেবল ব্যাটসম্যান হিসেবে খেলানোর পক্ষে নয় ক্রিকেট বোর্ড। তাই আপাতত সাকিবকে ছাড়াই দল তৈরি হচ্ছে।
গত ২ ডিসেম্বর বার্মিংহামের অদূরে লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। ফলাফলে অ্যাকশন অবৈধ হওয়ায় পুনরায় ২১ ডিসেম্বর আবার পরীক্ষা দেন চেন্নাইয়ে। সেখানেও ফের করেন তিনি।
হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে বাংলাদেশ খেলবে নিজেদের প্রথম ম্যাচ। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি পরের দুই ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০