স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয় নম্বরে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপরই তাকে উপরে খেলানোর ব্যাপারে আলোচনা শুরু হয়। তবে শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে তাঁকে আরেক ধাপ নিচে ব্যাট করতে নামানো হয়েছে।
নেদারল্যান্ডস ম্যাচে মাহমুদউল্লাহ যখন ক্রিজে নেমেছেন, ততক্ষণে বাংলাদেশের জয়টা অনেকটাই ফিকে হয়ে গেছে। আর তাঁর ব্যাটও কাল হাসেনি। আগের ম্যাচে ছয়ে নেমে সেঞ্চুরি হাঁকানো টাইগার এই অভিজ্ঞ ব্যাটার ডাচদের বিপক্ষে করেছেন মাত্র ২০ রান।
পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম তাই বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে এবার মাহমুদউল্লাহকে ওপরে খেলাতে অনুরোধ করলেন। এই সাবেক পেস বোলার বলেন, ‘দয়া করে মাহমুদউল্লাহকে ওপরে খেলাও। যখন আপনার মিডল অর্ডার ব্যর্থ হচ্ছে, তখন প্রধান ব্যাটারকে চারে অথবা পাঁচে খেলান। জানি না টিম ম্যানেজমেন্ট কী ভাবছে। কেন মাহমুদউল্লাহ ৭ নম্বরে। আশা করি, কেউ এর কারণটা আমাকে ব্যাখ্যা করবে। যদি তিন উইকেট চলে যায়, মাহমুদউল্লাহকে পাঠাও, এক প্রান্ত আটকে দেবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post