নিজস্ব প্রতিবেদকঃ কিছুদিন আগে হুট করে বাংলাদেশের ক্রিকেটে ঝড় বয়ে যায়। আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নানান নাটকীয়তার জন্ম নেয়। সিরিজের শুরুতেই সবচেয়ে বড় আলোচনার জন্ম দেয় তামিম ইকবালের অবসর ইস্যু।
সবাইকে অবাক করে দিয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের পরদিনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তামিম ইকবাল। তবে নাটকীয়ভাবে পরদিনই অবসর সিদ্ধান্ত তুলে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে।
আপাতত দেড় মাসের বিশ্রামে আছেন তামিম। সব ঠিক থাকলে এই বিশ্রাম শেষ করে এশিয়া কাপ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা তার। তবে এর আগে পুরোপুরি ফিট হতে হবে। বর্তমানে দুবাইয়ে পরিবার নিয়ে ছুটি কাটাচ্ছেন। এরপর ইংল্যান্ড যাবেন চিকিৎসা করাতে।
তবে তামিমের অবসর থেকে ফেরার পর সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়িয়েছে ওয়ানডে দলের অধিনায়কত্ব নিয়ে। তামিম ফিরলেও দলকে নেতৃত্ব দেবেন কি না, যদি কোনো কারণে খেলতে না পারেন, তাহলে কে এশিয়া কাপ ও বিশ্বকাপে নেতৃত্ব দেবেন, সেই প্রশ্নগুলো সামনে এসেছে।
এসবের স্পষ্ট উত্তর দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বোর্ড প্রধান জানিয়েছেন, তামিম ইকবালই হবেন বিশ্বকাপের অধিনায়ক। তবে এর আগে ফিট হয়ে আসতে হবে তাকে। এছাড়া সম্প্রতি এক দেশীয় গণমাধ্যমে তামিম অভিযোগ করেছে, তাকে ভুল ফিটনেস ট্রেনিং করানো হয়েছে। যেটি তার সমস্যা বাড়িয়ে দিয়েছে। তামিম কেন, কী কারণে এমন মন্তব্য করেছেন তা জানেন না পাপন। তবে জানিয়েছেন তামিমের ফিট হওয়ার জন্য, যা যা করা প্রয়োজন তারা তাই করবেন।
গণমাধ্যমের সাথে আলাপকালে পাপন বলেন, ‘আমি একটা সহজ জিনিস বলে দিই। বিশ্বকাপে আমাদের অধিনায়ক তামিম। এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তামিম যেহেতু দুইটা ম্যাচ খেলেনি, তখন লিটন অধিনায়ক ছিল। এখন যদি তামিম ফিরে আসে, তাহলে সে অধিনায়ক হবে। ও না আসলে আরেকজন হবে।’
তামিমের মন্তব্য নিয়ে পাপনের ভাষ্য, ‘এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ এই কথা কেন বলেছে, কোন পরিস্থিতিতে বলেছে, আমি তো জানি না। তার মানে যারা ওকে ব্যয়াম দিয়েছে, তারা কি ওর ক্ষতি চায়? আমি জানি না অবজেক্টিভটা কী বলার।’
‘দুই বছর ধরে তো ও যখন যা চাচ্ছে, চিকিৎসার জন্য দেশে-বিদেশে, যা যা বলছে আমরা সবই করছি। আমরা তো এর আগে শুনি নাই ওর অন্য কিছু আছে। এখন ও বলছে, একটা ডাক্তার দেখিয়েছে। সে (ডাক্তার) বলেছে, ইনজেকশন দিতে হবে অথবা সার্জারি করতে হবে। ভালো, যেটা লাগবে করবো আমরা। মানে আমরা এক পায়ে খাঁড়া। ওকে সুস্থ করার জন্য যা যা দরকার আমরা করতে রাজি আছি। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এ মন্তব্য কেন করেছে আমি জানি না। আমাকে কখনো বলেনি।’ যোগ করেন বিসিবি বস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post