নিজস্ব প্রতিবেদকঃ সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। স্বাগতিকদের দেওয়া ১৫৮ রানের লক্ষ্য ৯ বল হাতে রেখেই টপকে যায় সফরকারীরা। যেখানে মূল কৃতিত্ব ব্রায়ান বেনেট ও সিকান্দার রাজার ঝড়ো দুটি ফিফটির ইনিংস। এই জয়ে হোয়াইটওয়াশ এড়াল জিম্বাবুয়ে। বাংলাদেশ সিরিজ শেষ করল ৪-১ ব্যবধানে জিতে।
সিরিজের শেষ ম্যাচে ছিলেন না তাসকিন। তবে তিনি না খেললেও, সিরিজ সেরা হয়েছেন ঠিকই। পুরো সিরিজে ৪ ম্যাচ খেলে ৮ উইকেট শিকার করেছেন এই পেসার। তার চেয়ে উইকেট বেশি নেই আর কারোরই। সমান উইকেট থাকলেও, আরেক বাংলাদেশি পেসার মোহাম্মদ সাইফুদ্দিন এক ম্যাচ বেশি খেলার পাশাপাশি ইকোনোমি রেটও বেশি। আর তাসকিনের ইকোনোমি রেট ছিল ৪.৫৬। ১৪ রানে ৩ উইকেট ছিল টাইগারদের স্পিড স্টারের সেরা বোলিং ফিগার।
চোটের কারণে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে খেলতে পারেননি তাসকিন। চতুর্থ টি-টোয়েন্টিতে পাঁজরের চোটে পড়ায় রোববারের ম্যাচটিতে খেলা হয়নি এই পেসারের। আপাতত পর্যবেক্ষণে রয়েছেন। ম্যাচ শেষে স্ক্যান করার কথা রয়েছে।
এদিকে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ম্যাচ সেরা হয়েছেন জিম্বাবুয়ের ব্রায়ান বেনেট। নিজ দলকে জেতাতে ব্যাট-বল দুই দিকেই অবদান রেখেছেন এই ক্রিকেটার। বল হাতে ৩ ওভারে ১ মেইডেনসহ ২০ রান খরচায় ২ উইকেট শিকার করেন। এরপর ব্যাট হাতে ওপেনিংয়ে নেমে ৪৯ বলে সমান ৫টি করে চার ও ছয়ের মারে ৭০ রানের ইনিংস খেলেছেন এই ক্রিকেটার। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পুরষ্কার পেয়েছেন ম্যাচ সেরা হয়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post