স্পোর্টস ডেস্কঃ সবশেষ বৃহস্পতিবার রাতে কলকাতা নাইট রাইডার্সকে ৪ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। টানা পাঁচ হারের পর নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে লিটন দাস, আন্দ্রে রাসেলদের কেকেআরকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে দলটি।
আসরে প্রথম জয়ের পর স্বাভাবিকভাবেই বেশ খুশি দিল্লি। দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন দল জেতায় বেশ খুশি তারা। ২৫ বছর আগে যেমন প্রথম টেস্ট রান পেয়েছেন, সেই অনুভূতি মনে হচ্ছে ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্টের।
সৌরভ বলেন, ‘আসলে জিততে পেরে খুশি। ডাগআউটে বসে ভাবছিলাম যে, এটা আমার ২৫ বছর আগে প্রথম টেস্টে রান পাওয়ার মতো (অনুভূতি)। আমরা ভাগ্যবান ছিলাম আজ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post