স্পোর্টস ডেস্ক:: বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার পদত্যাগের দাবি তুলেছে ক্লাবের একটি পক্ষ। দানি ওলমো ও পাও ভিক্টরকে নিবন্ধন করাতে না পারায় তার পদত্যাগের এই দাবি জোরালো হচ্ছে। এমনকি তিনি পদত্যাগ না করলে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনারও পরিকল্পনা করা হচ্ছে।
গত ৩১ ডিসেম্বর আরবি লেইপজিগ থেকে দানি ওলমো এবং জিরোনা থেকে লোনে থাকা পাও ভিক্টরের নিবন্ধনের মেয়াদ শেষ হয়ে যায়। তবে হুয়ান লাপোর্তা তাদেরকে পুনরায় নিবন্ধন করাতে পারেননি। এই দু’জনকে পূনরায় নিবন্ধন করানোর আবেদন করলে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন সে আবেদন নাকচ করে দেয়।
নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্ট স্প্যানিশ ফুটবল কর্তাদের কাছে জমা না দেওয়ায় দানি ওলমো ও পাও ভিক্টরকে পুনরায় নিবন্ধনের আবেদন নাকচ করা হয়। এই ব্যর্থতার জন্যই বার্সা সভাপতি লাপোর্তার পদত্যাগের দাবি উঠেছে। প্রায় ১০টি গ্রুপ, যারা বার্সেলোনার কার্যনির্বাহী কমিটি নির্বাচনে হুয়ান লাপোর্তার বিরোধী পক্ষে থাকেন, তারা এক হচ্ছেন তার পদত্যাগের দাবিতে। ভিক্টর ফন্টের সি আল ফিউটুর এবং হুয়ান ক্যাম্পরুবি মন্টালের সোম উন ক্ল্যামের নেতৃত্বে এই দশটি ভিন্ন ভিন্ন দল এবং সমর্থক গ্রুপ লাপোর্তার পদত্যাগের দাবিতে একত্রিত হয়েছে।
পদত্যাগ দাবী করা ব্যক্তিরা বলনে, দানি ওলমো এবং পাও ভিক্টর নিবন্ধন করার ক্ষেত্রে ‘অবহেলা’কে প্রেসিডেন্টের (লাপোর্তা) বিরুদ্ধে তাদের আন্দোলনের অন্যতম একটি কারণ। সভাপতি হিসেবে লাপোর্তার মেয়াদ রয়েছে ২০২৬ সাল পর্যন্ত। বিক্ষোভকারী ১০ গ্রুপের যৌথ স্বাক্ষরে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, লাপোর্তা যদি পদত্যাগ না করেন, তাহলে তারা তার প্রেসিডেন্সের বিপক্ষে অনাস্থা ভোটের আয়োজন করবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০