স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেই দারুণ জয় পেয়েছে আফগানিস্তান। প্রথমবার বিশ্বকাপের মঞ্চে খেলতে নামা উগান্ডাকে ১২৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে রশিদ খানের দল। যেটি কি-না বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড।
আর সেই ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন ফজলহক ফারুকী। মাত্র ৯ রানে ৫ উইকেট শিকার করে তিনিও গড়েছেন রেকর্ড। বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ সেরা বোলিং ফিগার এটি। এমন অসাধারণ পারফর্ম করে ম্যাচ সেরা হলেও, একটা আক্ষেপ রয়ে গেছে এই পেসারের। ম্যাচে দুই বার হ্যাটট্রিকের সুযোগ পেলেও, সেটা করতে পারেননি।
ইনিংসের একেবারে প্রথম ওভারে পরপর দুই বলে উইকেট তুলে নিলেও, হ্যাটট্রিক করতে পারেননি। একই সম্ভাবনা দেখা দেয় ম্যাচের ১৩তম ওভারেও। সেই ওভারেও পরপর দুই বলে উইকেট তুলে নিলেও, টানা তিন বলে উইকেটের দেখা পাননি। যদিও ঐ ওভারে আরও একটি উইকেট নিয়েছিলেন। তবে দুই বার এমন সুযোগ মিস হয়ে কিছুটা আক্ষেপের সুর ফারুকীর কন্ঠে। তবে এটা যে তার হাতে নেই, সেটাও জানিয়ে দিয়েছেন তিনি।
ম্যাচ শেষে ফারুকী এই প্রসঙ্গে বলেন, ‘আফগানিস্তানের সকল সমর্থককে অভিনন্দন জানাতে চাই এই জয় দিয়ে। আমার ক্যারিয়ারে ইতিমধ্যে হয়তোবা সাত-আট বার হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েও করতে পারিনি। এটি আসলে আমার নিয়ন্ত্রণে নেই। ভবিষ্যতে আরও ভালোভাবে চেষ্টা করব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post