স্পোর্টস ডেস্ক:: রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। স্প্যানিশ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, উগ্র আচরণের জন্য রিয়াল ডিফেন্ডারকে এই শাস্তি দেওয়া হয়েছে।
ভিনিসিউস জুনিয়র গত শনিবার লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার গোলকিপার স্টোল দিমিন্ত্রিভস্কিকে ঘাড়ে ধাক্কা দিয়ে লাল কার্ড দেখেন ভিনিসিয়ুস। রেফারির সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তিনি। মাঠেই দেখান কড়া প্রতিক্রিয়া। এরফলে কড়া শাস্তিও পেলেন তিনি।
দুই ম্যাচ নিষিদ্ধ হয়ে যাওয়ায় লা লিগায় আগামি দুই ম্যাচ খেলতে পারবেন না এই তারকা। অর্থাৎ লাস পালমাস ও রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে মাদ্রিদ তারকার খেলা হবে না। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ১৯ ও ২৬ জানুয়ারি। তবে আগামী ১০ জানুয়ারি শুক্রবার স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মায়োর্কার বিপক্ষে খেলতে পারবেন এই ব্রাজিলিয়ান।
গত শনিবার ভালেন্সিয়ার বিপক্ষে ওই ম্যাচে ভিনি যখন (৭৯ মিনিটে) লাল কার্ড দেখেন তখন ১-০ ব্যবধানে পিছিয়ে রিয়াল। ম্যাচের বাকীটা সময় রিয়াল মাদ্রিদ একজন কম নিয়ে খেলে। তবে ম্যাচটি জিতেছে মাদ্রিদ। ৮৫ মিনিটে লুকা মদ্রিচের গোলে সমতায় ফেরে কার্লো আনচেলত্তির দল। এরপর শেষ মুহূর্তে (৯৬ মিনিটে) দুর্দান্ত এক গোল করে রিয়ালকে ২-১ ব্যবধানে জয় উপহার দেন জুড বেলিংহ্যাম।
রিয়াল কোচ আনচেলত্তি ম্যাচ শেষে লাল কার্ড নিয়ে অসন্তুুষ্টি প্রকাশ করে। তিনি জানান, রেফারির এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপীল করবেন। লাল কার্ড দেখার পর রেফারি সিজার সোটো গ্রাডোর দিকে তেড়ে যান ভিনিসিয়ুস। সতীর্থ রুডিগার ও গোলকিপিং কোচ লুইস লোপিস তাকে টেনে নিয়ে আসেন। যে কারণে রেফারির সঙ্গে অপ্রত্যাশিত কিছু ঘটেনি। ম্যাচের পর নিজের আচরণের জন্য ক্ষমা চান ভিনিসিয়ুস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০