স্পোর্টস ডেস্ক:: দিবালা ভাবা হতো আর্জেন্টাইন আরেক সুপার স্টার। দল ও সমর্থকদের অনেক প্রত্যাশা ছিলো তার উপর। সেই প্রত্যাশা মেটাতে পারেননি। এবার দল থেকেই বাদ পড়েছেন পাওলো দিবালা। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, দিবালা দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কতটা ‘কঠিন’ ছিলো।
সামনেই কোপা আমেরিকা। তার আগে দু’টি প্রস্তুুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। দিবালার সুযোগ হয়নি প্রস্তুুতি ম্যাচেও। ইকুয়েডর ও গুয়েতমেলোর বিপক্ষে প্রস্তুুতি ম্যাচ দু’টি খেলবেন মেসিরা।
দিবালা বাদ দেওয়া নিয়ে সংবাদিকদের স্কালোনি বলেন, ‘এখানে শুধু তার ব্যাপার না। যখন আপনি একজন খেলোয়াড়কে বাদ দেবেন, বিশেষ করে যে অবস্থায় আমরা দিয়েছি, এটা সবসময়ই কঠিন। আমাদের তার প্রতি বিশেষ ভালো লাগা আছে কিন্তু সবসময়ই বলেছি, দল সবার আগে।’
পৃথিবীর সব ব্যাথা নিয়ে দিবালাকে বাদ দিতে হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘পজেশনের কথা ভাবনায় আনলে, বিশেষত কিছু জায়গায় আমাদের সমস্যা আছে। আমাদের সিদ্ধান্ত নিতে হতো। দুনিয়ার সব ব্যথা নিয়ে আমরা দিবালাকে বাদ দিয়েছি।’
অনেকের ফিটনেস নিয়ে সমস্যা আছে,তাই অতিরিক্ত ফুটবলার দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে জানিয়ে স্কালোনি বলেন, ‘কিছু খেলোয়াড়ের অবস্থা আদর্শ নয়। কিছু জায়গায় খেলোয়াড়দের শারিরীক অবস্থা নিয়ে আমাদের সংশয় আছে। আমাদের অনেক জায়গা কাভার করে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এজন্যই দলের সঙ্গে অতিরিক্ত খেলোয়াড় আছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post