স্পোর্টস ডেস্কঃ উপমহাদেশে বৃষ্টির কারণে হারহামেশাই খেলা পরিত্যক্ত হয়। তবে মধ্যপ্রাচ্যে এরকম দেখা যায় খুব একটা। কিন্তু এবার বিরল ঘটনা ঘটলো চলমান আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি-টোয়েন্টি)।
আবুধাবি নাইট রাইডার্স ও গালফ জায়য়ান্টসের মধ্যকার ম্যাচ বাতিল হয়েছে মাঠে একটি বলও গড়ানোর আগেই। বেশ কয়েকবার পর্যবেক্ষণের পরও খেলা শুরু করা সম্ভব হয়নি। নিয়মিত বিরতিতে প্রবল বৃষ্টির কারণেই বাতিল হলো ম্যাচ।
আইএল টি-টোয়েন্টির বাইলজ অনুযায়ী দুই দলই পেয়েছে একটি করে পয়েন্ট। আর এটিই এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে আবুধাবির একমাত্র পয়েন্ট। এর আগে পাঁচ ম্যাচ খেলে সবকটিতে টানা হেরেছে দলটি। বৃষ্টিকে তাই তারা ধন্যবাদ দিতেই পারে আন্দ্রে রাসেল-সুনীল নারাইনরা।
অন্যদিকে কিছুটা ক্ষতি হলো উড়তে থাকা গালফ জায়ান্টসের। অবশ্য পয়েন্ট ভাগাভাগি করার পরও অবশ্য তারা শীর্ষে আছে। ৬ ম্যাচে এখন ৪ জয়, এক হারে তাদের ৯ পয়েন্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post