স্পোর্টস ডেস্ক:: কোটা আন্দোলন থেকে সরকার পতন। মাস খানেক ধরেই উত্তাল বাংলাদেশ। শেখ হাসিনার সরকারের পরতনের পর ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা। এমন অবস্থায় মানষিক ভাবে অস্থিরতায় ভুগছেন টাইগার পেসার মোহাম্মদ সাইফুদ্দিন।
বাংলাদেশ ‘এ’ দল পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলতে যাওয়ার কথা। ‘এ’ দলের স্কোয়াডে ছিলেন পেসার সাইফুদ্দিন। তবে এই মূহুর্তে তিনি দেশ ছাড়তে চান না। নিজের মতো করে থাকতে চান। তাই বিসিবি থেকে ছুটি নিয়েছেন।
জানা গেছে, ফেনীর এই পেসার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে দুই মাসের ছুটি চান। ক্রিকেট বোর্ডও তাকে ছুটি দিয়েছে। পাকিস্তান সফরে তার জায়গায় ‘এ’ দলে অন্য কাউকে নেওয়া হবে।
দেশের পরিস্থিতির কারণে সময় মতো কানাডার ভিসা পাননি সাইফুদ্দিন। ফলে কানার গ্লোবাল টি-২০ লিগে দল পেলেও খেলতে যেতে পারেননি। এবার ছুটি নিয়েছেন। তাই ‘এ’ দলের হয়ে পাকিস্তানেও যাওয়া হচ্ছে না তার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০