নিজস্ব প্রতিবেদকঃ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড। এই ম্যাচে টস জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ। একাদশে দুই দলই এনেছে পরিবর্তন। স্বাগতিকদের একাদশ থেকে বাদ পড়েছেন শামিম হোসেন। অন্যদিকে ইংলিশরা বাদ দিয়েছে পেসার মার্ক উডকে।
প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়ের সামনে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে আজ জিতলে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নেবে স্বাগতিকরা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস ভাগ্যে জয় হয় বাংলাদেশ অধিনায়ক সাকিবের।
সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামা বাংলাদেশ একাদশ থেকে বাদ দিয়েছে বাঁহাতি ব্যাটার শামিমকে। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। প্রথম টি-টোয়েন্টিতে একাদশে থাকলেও ব্যাটিং করতে হয় নি শামিমকে। অন্যদিকে ইংলিশ পেসার মার্ক উড প্রথম ম্যাচে ছিলেন বেশ খরুচে। তাই সিরিজে টিকে থাকার ম্যাচে তাঁকে বাদ দিয়েছে সফরকারীরা। তাঁর জায়গায় একাদশে এসেছেন লেগ স্পিনার রেহান আহমেদ।
বাংলাদেশ একাদশ- রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ- ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জফরা আর্চার ও রেহান আহমেদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post