স্পোর্টস ডেস্কঃ ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ৫ ম্যাচ টেস্ট সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট মাঠে গড়াবে বৃহস্পতিবার। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এই টেস্টের একাদশ একদিন আগে ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ঘোষিত একাদশে ফেরানো হয়েছে মার্ক উডকে। ওলি রবিসনের জায়গায় ফিরেছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ৪টির তিনটিতে জিতেছে ভারত। স্বাগতিকরা ৩-১ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে। এদিকে লোকেশ রাহুলকে ধর্মশালা টেস্টে পাবে না রোহিত শর্মার দল। তবে দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার জাসপ্রিত বুমরাহ। নেই ওয়াশিংটন সুন্দরও।
ধর্মশালা টেস্টে ইংল্যান্ড একাদশ- জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটরক্ষক), টম হার্টলি, মার্ক উড, শোয়েব বশির ও জেমস অ্যান্ডারসন।
ধর্মশালা টেস্টের ভারত দল: রোহিত শার্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), ইয়াশাসভি জয়সওয়াল, শুবমান গিল, রাজাত পাতিদার, সারফারাজ খান, ধ্রুব জুরেল, শ্রিকর ভারত, দেবদুত পাডিক্কাল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল, কুলদিপ ইয়াদাভ, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার ও আকাশ দিপ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post