স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে শাহিন আফ্রিদিকে সরিয়ে পাকিস্তানের সাদা বলে দুই ফরম্যাটের নেতৃত্ব পুনরায় দেওয়া হয়েছে বাবর আজমকে। এ নিয়ে পাকিস্তান ক্রিকেটে আলোচনা-সমালোচনা চলছেই। টি–টোয়েন্টি অধিনায়কত্ব থেকে বাদ পড়ার প্রায় সপ্তাহখানেক পর মুখ খুললেন আফ্রিদি। কারও নাম না নিয়ে বললেন, তাঁর ধৈর্যের পরীক্ষা যেন না নেওয়া হয়। এমন পরিস্থিতি তৈরি করা না হয়, যাতে তাঁকে নিষ্ঠুর ও নির্মম আচরণ করতে হবে।
ভারতের মাটিতে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে নিজ থেকেই পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়েন বাবর। এরপর টেস্টে শান মাসুদকে ও টি-টোয়েন্টিতে আফ্রিদিকে অধিনায়কত্বের দায়িত্ব দেয় পিসিবি। কিন্তু ওয়ানডের অধিনায়কের স্থানটি ফাঁকা রেখে দেয় তারা। অধিনায়ক হওয়ার পর একটি করে সিরিজে নেতৃত্ব দিয়েছেন মাসুদ ও আফ্রিদি। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ ও নিউজিল্যান্ড সফরে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারে পাকিস্তান। পিসিবি নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েই টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে আফ্রিদিকে সরিয়ে দেন মহসিন নকভি। আবারও ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়কত্ব ফিরে পান বাবর।
এদিকে আজ শুক্রবার নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম একাউন্টে একটি স্টোরি শেয়ার করেন আফ্রিদি। সেখানে তিনি বলেন, ‘আমাকে এমন পরিস্থিতিতে কখনোই দাঁড় করিও না, যেখান থেকে আমাকে নিষ্ঠুরতা ও নির্মমতা দেখাতে হয়। আমার ধৈর্যের পরীক্ষা নিও না। কারণ, আমি তোমার দেখা সবচেয়ে সহৃদয় ও অমায়িক মানুষ হতে পারি, কিন্তু একবার আমার সীমা অতিক্রম করে গেলে, আমাকে এমন কিছু করতে দেখবে যেটা করতে পারি বলে কেউ ভাবতেও পারে না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post