স্পোর্টস ডেস্ক:: আইপিএলের এবারের আসরে এরই মধ্যে দু’টি সেঞ্চুরি পেয়ে গেছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। দু’টিতেই জিতেছে তার দলও। দ্বিতীয় সেঞ্চুরি বিশেষ। কেননা কলকাতার মাঠে কলকাতার নারাইনের শতরান ছাপিয়ে করা তার বিধ্বংসী সেঞ্চুরিই যে জিতিয়েছ দলকে।
ইডেন গার্ডেন্সে সুনিল নারাইনের শতরানে ৬ উইকেটে ২৩৬ রান তুলেছিলো স্বাগতিকরা। জবাবে জস বাটলার বিধ্বংসী সেঞ্চুরিতে ৮ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রাজস্থান রয়ল্যালস। বাটলারের সেঞ্চুরির কাছে হেরে গেলেও ম্যাচ শেষে কলকাতার বাদশাহ শাহরুখ অভিনন্দন জানাতে ভুল করেননি ইংলীশ তারকাকে। পুরস্কার বিতরণীল আগে বাটলারের কাছে ছুটে গিয়ে অভিনন্দন জানিয়েছেন তিনি।
এমন দায়িত্বশীল, ম্যাচ জয়ী এক ইনিংসের পর জস বাটলার জানিয়েছেন, তার অনুপ্রেরণা ভারতের ক্যাপ্টেনকুল খ্যাত মহেন্দ্র সিং ধোনী ও বিরাট কোহলি। এ দু’জন যে ভাবে ম্যাচ শেষ করে আসেন, তিনিও চেয়ে ছিলেন তাদের মতো করে ম্যাচ শেষ করে আসতে। সেটাই করতে পেরেছেন কলকাতার বিপক্ষে।
১০৭ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বাটলার বলেন, ‘‘বিশ্বাস হারাইনি। ব্যাটে বল ঠিক মতো লাগছিল না। কিন্তু নিজের উপরে বিশ্বাস ছিল, আমি থাকলে ম্যাচ ঘুরে যেতে পারে।’’
ধোনী-কোহলির মতো ম্যাচ শেষ করে আসতে চেয়েছেন জানিয়ে বলেন, ‘‘ধোনিী, কোহলি যেমন শেষ পর্যন্ত থেকে দলকে জেতায়, আমিও সেই চেষ্টাই করেছি। দেখলাম, সাফল্য এ ভাবেই আসে।’’
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা রভম্যান পাওয়েল বলেন,‘‘বাটলার বলছিল ওর ব্যাটে ঠিক মতো লাগছে না। ওকে বলি, তোমাকে চিন্তা করতে হবে না। নারাইনের ওভারে আমি রান বার করে দিচ্ছি। ঝুঁকি আমি নিচ্ছি। তুমি শেষ পর্যন্ত থাকো। নারাইনের ওভারে ১৬টি রান বেরিয়ে যাওয়ার ফলে আত্মবিশ্বাস ফিরে পায় বাটলার। তার পরে আর কোনও দিকে তাকাতে হয়নি।’’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post