নিজস্ব প্রতিবেদক:: জাতীয় ক্রিকেট লিগে ব্যাটসম্যানদের দাপট চলছেই। রোববার দিনের প্রথম দু’টি ম্যাচেই এসেছেন তিনটি হাফ সেঞ্চুরি। ঢাকা ডার্বির ম্যাচে ঢাকা মেট্রো ঢাকাকে হারিয়েছে ১৯ রানের ব্যবধানে। রংপুর রাজশাহীকে হারিয়েছে সাত উইকেটর ব্যবধানে।
ঢাকা মেট্রো জিতেছে অধিনায়ক নাঈম শেখের হাফ সেঞ্চুরিতে, রংপুর জিতেছে অধিনায়ক আকবর আলীর হাফ সেঞ্চুরিতে। বৃথা গেছে রাজশাহীর সাব্বির হোসেনের দুর্দান্ত এক হাফ সেঞ্চুরি। রোববার সকালে পৃথক ম্যাচে সিলেটে মুখোমুখি হয়েছিলো এই দুইল। সিলেট ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড দুইয়ে মুখোমুখি হয় ঢাকা ও ঢাকা মেট্রো। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় রংপুর ও রাজশাহী।
গ্রাউন্ড দু্ইয়ে ঢাকা মেট্রো আগে ব্যাট করে নাঈম শেখের হাফ সেঞ্চুরিতে সাত উইকেটে ১৯০ রান তুলে। অধিনায়ক নাঈম ৫৪বলে ৬৯ রানের দারুণ এক ইনিংস খেলেন। আটটি চার ও একটি ছক্কায় সাজান নিজের ইনিংসটি। চারটি চার ও দু’টি ছক্কায় ২২ বলে ৪৩ রান করে শামসুর রহমান শুভ। ২০ রান করেন ইরফানুজ্জামান।
ঢাকার হয়ে সুমন খান ও নাজমুল ইসলাম অপু দু’টি করে উইকেট লাভ করেন।
১৯১ রানের জবাবে খেলতে নামা ঢাকা মেট্রোর নিয়ন্ত্রিত বোলিংয়ে আট উইকেটে ১৭১ রানে থামে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন আরিফুল ইসলাম। ৩১ বলের ইনিংসে দু’টি চার ও তিনটি ছক্কা হাঁকান তিনি। চারটি চার ও তিনটি ছক্কায় ১৯ বলে ৩৯ রান করেন রনি তালুকদার। ২১ রান করেন তাইবুর রহমান।
ঢাকা মেট্রোর হয়ে আনিস আল ইসলাম চারটি উইকেট লাভ করেন।
অন্য ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাব্বিরের ব্যাটে ৮ উইকেটে ১৮৯ রান করেও জিততে পারেনি রাজশাহী। বৃথা গেলে সাব্বির হোসেনের ৫২ বলে ৭৩ রানের দারুণ ইনিংসটি। সাত চার ও দুই ছক্কায় ইনিংস সর্বোচ্চ রানের ইনিংসটি সাজান তিনি। তিনটি করে চার ও ছক্কায় ১৫ বলে ৩৮ রান করেন গোলাম কিবরিয়া। ১৮ বলে চার চারে ৩০ রান করেছেন হাবিবুর রহমান।
রংপুরের হয়ে আলাউদ্দিন বাবু ও মোহাম্মদ রিজওয়ান তিনটি করে উইকেট লাভ করেন।
১৯০ রানের টার্গেটে ব্যাট করতে নামা রংপুর অধিনায়ক আকবর আলী ও ওপেনার তানভীর হায়দারের হাফ সেঞ্চুরিতে ১৮ ওভারে তিন উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে। ইনিংস সর্বোচ্চ ৭১ রান করেছেন ওপেনার তানভীর হায়দার। ৪৫ বলের ইনিংসে হাঁকিয়েছেন আট চার ও দুই ছক্কায়। ২০ বলে ২৫ রান করেছেন ওপেনার রিজওয়ান। ২৯ বলে ৬৮ রানে অপরাজিত থেকেছেন অধিনায়ক আকবর আলী। চারটি চার ও ছয়টি ছক্কায় সাজান নিজের ইনিংসটি। ১৫ রানে অপরাজিত ছিলেন আরিফুল হক।
রাজশাহীর হয়ে তাইজুল, পায়েল ও ফরহাদ একটি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০