স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে এসে শেষ ষোলোয় পা রাখল পিএসজি। গত রাতে নাটকীয়তায় ভরা ম্যাচে শেষ পর্যন্ত ১-১ সমতায় ডর্টমুন্ডের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোয় পা রেখেছে লুইস এনরিকের দল।
সিগনাল ইদুনা পার্কে প্রথমার্ধে গোলের দেখা পায় নি কোনো দল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে নিজেদের ভুলে গোল হজম করে পিএসজি। বক্সের পাশে তারা পজেশন হারালে বল ধরে আক্রমণ শাণায় ডর্টমুন্ড। নিকলাসের বাড়ানো পাস পেয়ে ঠাণ্ডা মাথায় কাছ থেকে গোলটি করেন জার্মান ফরোয়ার্ড করিম আদেইয়েমি।
সমতা ফেরাতে পাঁচ মিনিটের বেশি লাগেনি পিএসজির। ম্যাচের ৫৬ মিনিটে দলকে সমতায় ফেরান ওয়ারেন জাইরে-এমেরি। ১৭ বছর বয়সী এই মিডফিল্ডারের শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পা ছুঁয়ে খুঁজে নেয় ঠিকানা। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলের সমতায় সমাপ্ত হয়। এতে করে ভাগ্যের ওপর ঝুলছিল পিএসজির শেষ ষোলো।
কেননা এসি মিলান ও নিউক্যাসলের লড়াইয়ে যে দল জিতবে তাদের সুযোগ থাকবে শেষ ষোলোতে যাওয়ার। তবে শুরুতে এগিয়ে যাওয়া নিউক্যাসলকে ২–১ ব্যবধানে হারালেও নকআউটের টিকিট মেলেনি মিলানের। এ ম্যাচ জয়ে পিএসজির সমান ৮ পয়েন্ট হয় মিলানেরও। দুই দলের মুখোমুখি লড়াইও সমতা ছিল। কিন্তু মুখোমুখি লড়াইয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ‘এফ’ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ ষোলোর টিকিট পায় পিএসজি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post