স্পোর্টস ডেস্কঃ গত রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে নাপোলির মাঠে খেলেছে বার্সা। প্রতিপক্ষের মাঠে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র করেছে জাভি হার্নান্দেজের দল। রবার্ত লেভানডফস্কির গোলে এগিয়ে যাওয়ার পরও ড্র করে তারা। নাপোলিকে সমতায় ফেরান ভিক্টর ওসিমেন। প্রথম লেগ ড্র করা কাতালানরা দ্বিতীয় লেগ খেলবে নিজেদের মাঠে। আগামী ১২ মার্চ বার্সেলোনার মাঠে হবে ফিরতি লেগ।
দিয়েগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে প্রথমে গোল করে বার্সেলোনা। ম্যাচের ৬০ মিনিটে গোল করে ব্যবধান তৈরি করে লেভা। পিছিয়ে পড়ার ১৫ মিনিট পর (৭৫ মিনিট) গোল করে সমতায় ফেরে নাপোলি। স্বাগতিকদের হয়ে এই গোলটি করেন নাইজেরিয়ার ফরোয়ার্ড ওসিমেন। এরপর কয়েক দফা আক্রমণ করে নাপোলি। তবে লক্ষ্য ভেদ করতে পারেনি। শেষ পর্যন্ত ১-১ সমতায় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।
ম্যাচের শুরুটা দারুণ দাপটেই করেছিল জাভির দল। তবে একটা সময় গিয়ে খেই হারায় তারা। ধরে রাখতে পারেনি সেই ধার। ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ আক্ষেপ করলেন সেখানেই। জাভি বলেন, ‘আমার জন্য অম্লমধুর অনুভূতি, কারণ ম্যাচ বলা যায় আমাদের হাতেই ছিল। আমরা ভালো খেলেছি, রক্ষণ ভালোভাবে সামলেছি। নাপোলি খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। তবে এগিয়ে যাওয়ার পর যখন প্রয়োজন ছিল আরও দাপট দেখানো ও আগ্রাসী হওয়ার, সেখানেই আমরা নিয়ন্ত্রণ সেভাবে ধরে রাখতে পারিনি।’
জাভি আরও বলেন, ‘এটা হতাশাজনক। এমনিতে এই ম্যাচে আমাদের পারফরম্যান্স ভালো ছিল এবং ইউরোপের মঞ্চে যেভাবে আমরা নিজেদের মেলে ধরেছি, তাতে আমরা খুশি। এই বার্সাকেই আমরা দেখতে চাই। তবে খেলা শেষ করার মতো পরিণত পারফরম্যান্সে ঘাটতি ছিল আমাদের।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post