স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টেস্ট, ওয়ানডে ও টি-২০ সবগুলো ফরম্যাটেই দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। গত ওয়ানডে বিশ্বকাপের সময়ও ছিলেন গুরুত্বপূর্ণ দায়িত্বে। নাজমুল ছিলেন বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক।
বিশ্বকাপে বাংলাদেশ দলের আলোচিত ঘটনা ক্রিকেটার নাসুমের গায়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহের হাত তোলা। তোলপাড় হয়েছে ঘটনাটি নিয়ে। বর্তমান বোর্ড সভাপতি ফারুক আহমদ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্তও করছেন সেই ঘটনার জেরে।
তবে তখনকার বাংলাদেশ দলের সহ-অধিনায়ক, বর্তমান অধিনায়ক নাজমুর হোসেন শান্ত বললেন তিনি এসবের কিছুই জানেন না। নিজে দেখেনও নি। সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরুর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক এমন দাবি করেছেন। যে অভিযোগের জেরে কোচের চাকরি যাচ্ছে, দেশ-বিদেশে আলোচনা তুঙ্গে আলোচিত সেই ঘটনার কিছুই জানেন না বর্তমান অধিনায়ক।
বিসিবি শুরু থেকেই ক্রিকেটারের নাম এড়িয়ে গেছে। তবে নানা সূত্রে গণমাধ্যমে এসেছে সেই ক্রিকেটারের নাম নাসুম আহমদ। ক্রিকেটারের গায়ে হাত তোলা ও বাড়তি ছুটি কাটানোর অভিযোগে বাংলাদেশ দলের কোচের চাকরি হারিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। চাকরি হারানোর কারণ দর্শানোর নোটিশের জবাব অবশ্য দিয়েছেন এই কোচ।
সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বোর্ড নাসুমের ঘটনা তদন্ত করেছিলো। তবে সেই তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি। বর্তমান সভাপতি ফারুক আহমদ দায়িত্ব নিয়েই সেই তদন্ত রিপোর্ট দেখেন এবং নিজে ব্যক্তিগত ভাবে খোঁজখবর নিয়ে ঘটনা জেনেই কোচকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেন।
নাসুমকে চন্ডিকা হাথুরুসিংহে আঘাতের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ট্রেনার নিক লি ও দুই-তিন ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে সেই প্রসঙ্গটি উঠতেই শান্তর ঝটপট উত্তর, “আমি এই ব্যাপারে আসলে জানিই না। সত্যি বললাম, আমি জানি না…।”
ভবিষ্যতের এরকম ঘটনার পুনরাবৃত্তি হলে অধিনায়ক হিসেবে ভূমিকা কেমন থাকবে, এই প্রসঙ্গে যেতেই চাইলেন না শান্ত, “(সামনে এমন আর) ঘটবে না…।” সফরকারী সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি আগামিকাল শুরু হবে মিরপুরের হোম অব ক্রিকেটে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০