নিজস্ব প্রতিবেদক:: জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে সিলেটের ম্যাচে জয় পেয়েছে লাল দল। ব্যাট হাতে সবুজ দলের তারকা স্পিনার নাসুমের হাফ সেঞ্চুরির ইনিংসটি বৃথা গেছে তান্নার হাফ সেঞ্চুরিতে। অলক কাপালির লাল দল জিতেছে পাঁচ উইকেটের ব্যবধানে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচে আগে ব্যাট করা সবুজ দল নাসুমের হাফ সেঞ্চুরিতে ইনিংসের শেষ বলে অলআউট হয় ১৩৯ রানে। জবাবে ব্যাট করতে নামা লাল দল তান্না-অলকের ব্যাটে সহজেই জয় নিশ্চিত করে। ব্যাটে-বলে ম্যাচ সেরা হয়েছেন অলক কাপালি।
টস হেরে ব্যাট করতে নামা সবুজ দল তান্না-আসাদের ব্যাটে চড়ে নির্ধারিত ওভারে অলআউট হওয়ার আগে ১৩৯ রান তুলে। হাফ সেঞ্চুরিয়ান নাসুম ইনিংস সর্বোচ্চ ৬৫ রান করেন। দৃষ্টিনন্দন ইনিংসটি নাসুম সাজিয়েছেন পাঁচ ছক্কা ও ছয় চারে। তার ৩১ বলের ইনিংসটিতে মুগ্ধ হন দেড় দশক পর বিনা টিকিটে খেলা দেখতে আসা দর্শকেরা। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেছেন আসাদ। ৩০ বলের ইনিংসে দুই চার ও এক ছক্কা হাঁকিয়েছেন তিনি। এছাড়াও ১৫ রান করেন ওপেনার দিশান।
লাল দলের হয়ে ফাহাদ চারটি, অলক ও মাহবুব দু’টি করে উইকেট লাভ করেন।
১৪০ রানের টার্গেটে ব্যাট করতে নামা লাল দল তান্না-অলকের ব্যাটে ১৮.৩ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে। হাফ সেঞ্চুরিয়ান তান্না ৪৫ বলে করেছেন ৫০ রান। দুই চার ও এক ছক্কায় সাজানো ছিলো তার ইনিংসটি। ১৬ রান করেছেন গালিব। ১৭ রান এসেছে ফেরদৌসের ব্যাট থেকে। মেহদীর ব্যাট থেকে আসে ১৩ রান। অভিজ্ঞ অলক কাপালী ৩৪ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ২৬ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন দু’টি করে চার ও ছক্কায়।
সবুজ দলের হয়ে নাসুম, এনামুল হক জুনিয়র ও বাহার একটি করে উইকেট লাভ করেন্
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র০০