স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের নতুন পেস তারকা নাহিদ রানা। তরুণ এই বোলার প্রতিপক্ষের জন্য আতঙ্কের হয়ে উঠছে। দুর্দান্ত গতিতে কাবু করছেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের। বাংলাদেশের জয়ের নায়ক হয়ে উঠছেন। ১৫০ কিলোমিটারের চেয়ে বেশি গতিতে বল করে নজড় কেড়েছেন বিশ্ব ক্রিকেটের। ১৫০’র আশপাশে নিয়মিত বল করে যাচ্ছেন। প্রশংসার জোয়াড়ে ভাসছেন নাহিদ রানা।
এবাদত হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদের পর নাহিদ রানার গতির ঝড় এখন আলোচনায়। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের এই পেসারকে খুব কাছ থেকে দেখেছেন ক্যারিবিয়ান কিংবদন্তী কোর্টনি ওয়ালশ। বাংলাদেশের পেস তারকাকে প্রশংসায় ভাসিয়েছেন কমেন্টি বক্সে। এখানে থেমে থাকেননি তিনি। ডেকে নিয়ে পরামর্শ দিয়েছেন নাহিদ রানাকে।
এক ভিডিও বার্তায় নাহিদ রানা জানিয়েছেন, তাকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন কোর্টনি ওয়ালশ। জানিয়েছেন নিজের প্রতি যত্ম নিতে। সব সময় ফিটনেস টিক রাখতে। বাংলাদেশের এই তারকাকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন কোর্টনি ওয়ালশ।
কোর্টনি ওয়ালশ নাহিদ রানাকে ডেকে নিয়ে ফিটনেস ধরে রাখার পরামর্শ দিয়ে বলেছেন, ‘তুমি জীবনে যেখানেই থাকো, শিখতে থাকো এবং নিজেকে মেইনটেইন করো। ফিটনেস ধরে রাখো, আর জীবনে যেখানেই যাবে, শিখবে। শেখার কোনো শেষ নেই।’
নাহিদ রানা যেনো সব সময় শেখার মন্ত্রে থাকেন সেটিও পরামর্শ দিয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তী। কোর্টনি ওয়ালশ রানাকে বলেন, ‘তুমি নিজের খেয়াল রেখো এবং ফিটনেসের যত্ন নিও। নতুন নতুন শিখতে থাকো, শেখার কোনো শেষ নেই।’
বাংলাদেশের এই পেস তারকাকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন কোর্টনি ওয়ালশ। তার মনযোগ যেনো মাঠের পারফরম্যান্স তাকে সেই পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘ইন্টারনেটে কী চলছে, এগুলো সেরকমভাবে মাথায় নেই না। একটি জায়গাতেই মনোযোগ রাখছি, মাঠে কিভাবে পারফর্ম করা যায় এবং দলকে কিভাবে সেরাটা দেওয়া যায়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০