স্পোর্টস ডেস্ক:: ক্যারিবিয়ান ক্রিকেটার নিকোলাস পুরানের বিধ্বংসী সেঞ্চুরিতে মেজর লিগ ক্রিকেটের শিরোপা জিতলো এমআই নিউইয়র্ক। শিরোপা নির্ধারণী ম্যাচে সিয়াটল অর্কাসকে ৭ উইকেটে হারিয়েছে এমআই নিউইয়র্ক।
আগে ব্যাট করতে নামা সিয়াটল অকার্স ১৮৩ রান তুলে। জবাবে খেলতে নামা এমআই নিউইয়র্ক নিকোলাস পুরানের ‘বিস্ফোরক’ সেঞ্চুরিতে ৪ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে ফেলে।
১৮৪ রানের টার্গেটে খেলতে নামা এমআই নিউইয়র্ক মাত্র ৩ উইকেট হারিয়ে শিরোপা নিজেদের ঘরে তুলে। ১৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন পুরান। ৫৫ বলের ইনিংস সাজিয়েছেন ১০ চার ও ১৩ ছক্কায়। এছাড়াও ২০ রান করেছেন ডেভিড ব্রেভিস।
সিয়াটল অকার্সের হয়ে ইমাদ ওয়াসিম ও পার্নেল ১টি করে উইকেট লাভ করেন।
এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮৩ রান তোলে সিয়াটল। দলটির হয়ে ৫২ বলে ইনিংস সর্বোচ্চ ৮৭ রান করেন কুইন্টন ডি কক। এ ছাড়া শুভাম রাঞ্জানে ১৬ বলে ২৯ এবং ডুয়ান প্রিটোরিয়াসের ৭ বলে ২১ রানের ঝড়ো ইনিংসে এই লক্ষ্য দাঁড় করায় সিয়াটল।
এমআই নিউইয়র্কের হয়ে ট্রেন্ট বোল্ট এবং রশিদ খান ৩টি করে উইকেট নেন
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post