স্পোর্টস ডেস্কঃ পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতকে ২৮ রানে হারিয়েছে ইংল্যান্ড। হায়দ্রাবাদে ওলি পোপের ১৯৬ রানের সুবাদে জয়ের জন্য ভারতকে ২৩১ রানের টার্গেট ছুঁড়ে দেয় বেন স্টোকসের দল। জবাবে টম হার্টলির ৭ উইকেটে ২০২ রানে অলআউট হয়ে যায় রোহিত শর্মার দল। তাতে দারুণ এক জয় পায় সফরকারীরা।
হায়দ্রাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে স্পিনাররা সহায়ক ভূমিকা রাখবেন, এটা আগেই নিশ্চিত ছিল। রবীন্দ্র জাদেজা-রবিচন্দন অশ্বিন এবং অক্ষর প্যাটেলদের নিয়ে গড়া স্পিন আক্রমণকে টপকে খুব বড় টার্গেট দেয়নি ইংল্যান্ড। তবে নিজেদের কন্ডিশনেও ভাল কিছু করা হয়নি ভারতীয় ব্যাটারদের। হার্টলির ৭ উইকেট শিকারের দিনে ইংল্যান্ড জয় পায় ২৮ রানে। তাতে বলা যায় নিজেদের পাতা ‘স্পিন’ ফাঁদে আটকাল ভারত।
ম্যাচ শেষে ইংলিশ অধিনায়ক স্টোকস জানান, কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায় এ জয় তার কাছে এখন পর্যন্ত সেরা। তিনি বলেন, আমি অধিনায়কত্ব নেওয়ার পর থেকে দল হিসেবে আমরা অনেক চমৎকার মুহূর্ত কাটিয়েছি। দারুণ কিছু জয় পেয়েছি, দুর্দান্ত কিছু ম্যাচের অংশ ছিলাম। তবে আমার মনে হয়, নেতৃত্ব নেওয়ার পর থেকে আমরা কোথায় এবং কাদের বিপক্ষে খেলেছি, সেগুলোর মধ্যে এটা নিশ্চিতভাবেই আমাদের সেরা জয়। অধিনায়ক হিসেবে প্রথমবার এই কন্ডিশনে খেলতে এসেছি। আমি একজন দুর্দান্ত পর্যবেক্ষক, আমি দেখেছি ভারত কীভাবে মাঠে তাদের কাজটি করে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post