স্পোর্টস ডেস্ক:: বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদের টানা দুই হার। এবার আত্মঘাতী গোলে নিজেদের সর্বনাশটা করেছে রিয়াল মাদ্রিদ। কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনা জিতেছে ১-০ গোলে।
জানুয়ারিতে রিয়ালকে হারিয়েই স্প্যানিশ সুপার কাপ জিতেছিলো বার্সা। এবার নিজেদের জালে নিজেরা বল জড়িয়ে মাদ্রিদরা হারলো। আগামি ৫ মার্চ ক্যাম্প ন্যুতে হবে সেমির ফিরতি লেগ। তার আগে অবশ্য লা লিগায় দুই দল আবারো মুখোমুখি হবে।
ম্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদ ছিলো আক্রমণাত্মক। একের পর এক আক্রমণে জাভির দলকে অনেকটা কোনঠাসা করে রাখে দলটি। ম্যাচের ৬৪ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে দলটি। তাদের ৬৭৯ পাসের বিপরীতে বার্সার পাস ছিলো মাত্র ৩৭৯টি।
চার হলুদ কার্ডের ম্যাচে ফাউল হয়েছে ২৯টি। দারুণ এক ম্যাচ শেষে নিজেদের ভুলে হারতে হলো রিয়াল মাদ্রিদকে। প্রথমার্ধেই পিছিয়ে পড়ে দলটি। ম্যাচের ২৬তম মিনিটে আত্মঘাতী গোল করে বসেন মিলিতাওয়ের। প্রতিপক্ষের উপহার দেওয়া গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সা।
দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে উঠে। একের পর এক আক্রমণ করতে থাকে। জাভির দল তখন নিজেদের রক্ষনের শক্তি বাড়িয়ে নেয়। আক্রমণে উঠার চেয়ে লিড ধরে রাখতেই তৎপর হয় দলটি। শেষ পর্যন্ত হয়েছেও তাই। ১-০ গোলের জয় নিয়ে এল ক্লাসিকো জিতে মাঠ ছাড়ে বার্সা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post