স্পোর্টস ডেস্ক:: টেস্ট ক্রিকেটে নবাগত আফগানিস্তানের বিপক্ষে ২০১৯ সালে সাগরিকায় প্রথম টেস্ট খেলেছিলো বাংলাদেশ। সেখাইন রশিদ খানরা বড় লজ্জা উপহার দেন বাংলাদেশ দলকে। প্রথম দেখায় বাংলাদেশকে হারিয়ে ঐতিহাসিক এক জয় তুলে নেয় আফগানিস্তান।
টেস্ট ক্রিকেটে লজ্জার সেই হারের পর আবারো আফগানদের মুখোমুখি বাংলাদেশ। এবার উনিশের সেই লজ্জার বদলা নেওয়ার অপেক্ষায় টাইগাররা। আফগানদের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশ দল তাই করেছে নিবিড় অনুশীলন। ক্রিকেটাররা ইংল্যান্ড থেকে ফিরেই নিজেদের মতো করে অনুশীলন করেছেন।
এরপর দলীয় অনুশীলনও হয়েছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই আলাদা আলাদা ভাবে কাজ করেছে বাংলাদেশ দল। ক্রিকেটাররাও বেশ মনযোগী ছিলেন অনুশীলনে। নিবিড় অনুশীলনের পর বিশ্রামের জন্য ছুটি মিলেছে। সেই ছুটি কাটিয়ে টিম হোটেলে যোগ দিয়েছেন ক্রিকেটাররা।
আগামিকাল রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুশীলন করবে বাংলাদেশ দল। বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুশীলন করবে আফগানিস্তান দল। এরপর ১৪ জুন থেকে শুরু হবে দুই দলের টেস্ট ম্যাচটটি।
ব্যক্তিগত অনুশীলন দিয়ে ক্রিকেটাররা প্রস্তুুতি শুরু করেন আফগান সিরিজের। এরপর কন্ডশনিং ক্যাম্প করেন। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে আসার পর চলে নিবিড় অনুশীলন পর্ব। এবার আফগানদের নিয়ে লিটনরা যে বেশ সিরিয়াস সেটা সহজেই বোঝা যাচ্ছে।
একমাত্র টেস্টটি খেলে ফিরে যাবে আফগানিস্তান দল। ঈদের পর শুরু হবে দুই দলের ওয়ানডে ও টি-২০ সিরিজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post