স্পোর্টস ডেস্কঃ তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ। শনিবার নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল জিতেছে ৯ উইকেটে। নিউজিল্যান্ডের মাটিতে এটাই বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়। ঐতিহাসিক এই জয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়াল টাইগাররা।
পেসার শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও সৌম্য সরকার নিয়েছেন ৩টি করে উইকেট। ৫১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন শান্ত। আগে ব্যাট করা নিউজিল্যান্ড অলআউট হয় মাত্র ৯৮ রানে। জবাব দিতে নেমে ২০৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ওয়ানডেতে এ নিয়ে কেবল তৃতীয়বার দুইশর বেশি বল অব্যবহৃত রেখে জিতল টাইগাররা। বলের দিক থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে আগের সবচেয়ে বড় জয় ছিল ৬০ বল বাকি থাকতে।
ম্যাচ শেষে কাউকে এককভাবে জয়ের কৃতিত্ব দিতে নারাজ শান্ত। তিনি বলেন, ‘যাকে যখন বোলিংয়ে এনেছি সবাই সবার দায়িত্বটা পালন করেছে। শরিফুল যখন দ্বিতীয় স্পেলে এসে দুটো ব্রেক থ্রু দিয়েছে এটা অবশ্যই মোমেন্টামটা আমাদের দিকে নিয়ে এসেছে। আমি নির্দিষ্ট কাউকে কৃতিত্ব দিতে চাই না। সবাই নিজেদের দায়িত্ব পালন করেছে। আমাদের পরিকল্পনা অনুযায়ী সবাই বোলিং করেছে। উইকেটে কোনো পাশ থেকে বাড়তি কোনো সুবিধা ছিল না। ট্যাকটিকাল চেঞ্জ করা হয়েছে কারণ সকালে পেসারদের জন্য সুবিধা ছিল। চেষ্টা করেছি কত লম্বা সময় ধরে পেস বোলিংটা চালু রাখতে পারি। আলাদা কোনো কিছু ছিল না উইকেটে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post