নিজস্ব প্রতিবেদকঃ ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেন বিষয়টি। এসময় তার সাথে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও বিসিবি অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
বেশি দিন হয়নি, বাংলাদেশের ক্রিকেটে হুট করে ঝড় বয়ে যায়। আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলাকালীন সবাইকে অবাক করে দিয়ে প্রথম ম্যাচের পরদিনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তামিম ইকবাল।
তবে নাটকীয়ভাবে একদিন পরই আবার অবসর সিদ্ধান্ত তুলে নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে, তার কথা শুনে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাক পড়ে তামিমের। সেখানে দীর্ঘ সময় আলোচনার পর প্রধানমন্ত্রীর কথা শুনে পুনরায় ফিরে আসেন ড্যাশিং ওপেনার।
পরবর্তীতে দেড় মাসের বিশ্রামে যান তামিম। পুরোপুরি ফিট হতে ইংল্যান্ডে চিকিৎসা করান বাঁহাতি এই তারকা। সেই চিকিৎসা শেষে গেল সোমবার দেশে ফিরেন তামিম ইকবাল। এরপরই বিসিবির সাথে বৈঠক করে নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন। নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা দেওয়ার আগেও প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন তামিম। বিষয়টি নিজেই নিশ্চিত করেন এই তারকা।
অবসর নিয়ে তামিম বলেন, ‘আজকে আমার গুরুত্বপূর্ণ মিটিং ছিল জালাল ভাই এবং বোর্ড সভাপতি পাপন ভাইয়ের সাথে। আমরা অনেক কিছু আলোচনা করেছি। আমার কি সমস্যা ছিল, কি হবে, সবকিছু নিয়ে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি নিজে থেকে উনাদেরকে বলেছি, পদত্যাগ পত্রও দিয়েছি যে, আজ থেকে আমি ওয়ানডে দলের অধিনায়ক থেকে সরে দাঁড়াচ্ছি।’
তামিম আরও বলেন, ‘আমার চোট একটা কারণ। যে ইনজেকশনটা নিয়েছি ওটা হিট অ্যান্ড মিসের মতো। আমার কাছে দল আগে। দলের কথা চিন্তা করে আমার নেতৃত্ব ছাড়াটা সবচেয়ে ভালো বিষয়। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। উনি বুঝেছেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post