স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের দল ঘোষণা করল নেপাল। ঘোষিত ১৭ সদস্যের শক্তিশালী দলকে নেতৃত্ব দেবেন রোহিত পাউডেল। দেশের সেরা ক্রিকেটারদের নিয়েই এবারের এশিয়া কাপে দল সাজিয়েছে তারা। নতুন মুখ অফ-স্পিনার মওসুম ঢাকাল। দলে ফিরেছেন ব্যাটার সন্দীপ জোরা।
ভারত ও পাকিস্তানের সাথে এশিয়া কাপের গ্রুপ ‘এ’-তে নেপাল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই তারা ৩০ আগস্ট মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে লড়বে। ভারতের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার ক্যান্ডিতে, যা অনুষ্ঠিত হবে ৪ সেপ্টেম্বর। এবারই প্রথম এশিয়া কাপ খেলবে নেপাল।
এশিয়া কাপের জন্য নেপালের ১৭ সদস্যের দল-
রোহিত পাউডেল (অধিনায়ক), আসিফ শেখ, কুশল ভুর্টেল, ললিত রাজবংশী, ভীম শারকি, কুশল মাল্লা, দীপেন্দ্র সিং আইরি, সন্দীপ লামিচানে, করণ কেসি, গুলশান ঝা, আরিফ শেখ, সোমপাল কামি, প্রতিস জিসি, কিশোর মাহাতো, সুদীপ জোরা, অর্জুন সৌদ এবং শ্যাম ঢাকাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post