স্পোর্টস ডেস্ক:: এমন দিন সব সময় আসে না। নেপিয়ারে এক অন্যরকম বাংলাদেশ। ৫০ রান তুলতেই শেষ নিউজিল্যান্ডের পাঁচ উইকেট। টস জিতে ফিল্ডিং নেওয়া বাংলাদেশের বোলাররা ধ্বসিয়ে দিচ্ছেন নিউজিল্যান্ডকে। ১ রানের মধ্যেই তিন উইকেট হারানো নিউজিল্যান্ড ২০ রানে হারিয়েছে চার উইকেট, পঞ্চাশের ঘরে যেতেই হারিয়েছে পঞ্চম উইকেট।
ট তুলে নিয়েছেন।
টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলেই হারিয়েছে উইকেট। বল হাতে ইনিংস শুরু করতে আসা শেখ মেহদী চতুর্থ বলে ওপেনার টিম সেইফার্টকে সাজঘরে পাঠিয়েছেন। দলীয় ১ রানের মাথায় শুন্য রানে সাজ ঘরে ফিরেছেন এই ওপেনার।
ইনিংসের দ্বিতীয় ওভার করতে আসা পেসার শরিফুল দ্বিতীয় বলেই সৌম্যের হাতবন্দী করান ফিন অ্যালেনকে। ১রান করেন এই ওপেনার। পরের বলেই গ্লেন ফিলিপসকে শুন্য রানে এলবিডাব্লিউ’র ফাঁদে ফেলেন এই পেসার। ১ রানের মধ্যেই তিন উইকেট হারায় স্বাগতিকরা। ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে মেহদী ডেরিল মিচেলকে ফেরত পাঠান প্যাভেলিয়নে। ১৫ বলে ১৪ রান করে বিপর্যয় সামালানোর চেষ্টায় ছিলেন এই ব্যাটার।
পঞ্চম উইকেটে মার্ক চ্যাম্পম্যান ও জিমি নিশাম জুটি গড়া প্রতিরোধের চেষ্টা করছিলেন। তবে তাদের জুটি বেশি স্থায়ী হতে দেননি রিশাদ হোসেন। ইনিংসের দশম ওভারের দ্বিতীয় বলে ৩০ রানের জুটি ভেঙে দেন চ্যাম্পম্যানকে ফিরিয়ে। দলীয় ৫০ রানে ব্যক্তিগত ১৯ রানে সাজঘরে ফিরেন এই ব্যাটার।১৯ বলের ইনিংস সাজিয়েছেন দুই চার ও এক ছক্কায়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৯.৩ ওভারে ৫ উইকেটে ৫২ রান। ২ রানে মিচেল স্যান্টনার ও ১৪ রানে জিমি নিশাম অপরাজিত আছেন।
তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টাইগার অধিনায়ক টস জিতে ব্যাটিংয়ে পাঠায়ন স্বাগতিক নিউজিল্যান্ডকে। ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতা নিউজিল্যান্ড টি-২০ সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করবে। সিরিজের প্রথম টি-২০ ম্যাচে স্বাগতিকরা পূর্ণ শক্তির দলই মাঠে নামিয়েছেন।
টিম সাউদি, ইশ সোধী, গ্লেন ফিলিফস, জিমি নিশামরা আছেন একাদশে। বাংলাদেশ একাদশে রিশাদ হোসেন, আফিফ হোসেন ধ্রুব, রনি তালুকদার, সৌম্য সরকাররা আছেন একাদশে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), রনি তালুকদার, তৌহিদ হৃদয়, আফিফ হোসাইন, মাহেদি হাসান, রিশাদ হোসাইন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: টিম সেইফার্ট, ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি ও বেন সিয়ার্স।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post