স্পোর্টস ডেস্কঃ দলে আছেন জেমস ভিন্স, শিমরন হেটমায়ার, ক্রিস লিন, ডেভিড ভিসে, জেমি ওভারটন ও লিয়াম ডসনের মতো তারকারা। জিম্বাবুয়ের কিংবদন্তী অ্যান্ডি ফ্লাওয়ার এই খেলোয়াড়দের নিয়ে গড়া গালফ জায়ান্টসের প্রধান কোচ। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) মাঠে নামার আগে আত্মবিশ্বাসী কণ্ঠস্বরই শোনা গেলো তাঁর কাছ থেকে। ।
আগামী ১৫ জানুয়ারি আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আবুধাবি নাইট রাইডার্সের সঙ্গে গালফ জায়ান্টসের প্রথম ম্যাচ। এর আগে নিজের দলের শক্তিমত্তার দিকগুলো তুলে ধরলেন ফ্লাওয়ার। জেমস ভিন্সকে দলের নেতৃত্ব দিয়ে খুশি তিনি। একইসাথে টি-টোয়েন্টিতে যেটা প্রয়োজন, সেই পাওয়ার হিটিংও।
অ্যান্ডি ফ্লাওয়ার বলেন, ‘আমাদের দলে যারা আছে, যে সমন্বয় তাতে আমি অবশ্যই খুশি। আমার মনে হচ্ছে আমরা সবদিক থেকে পরিপূর্ণ আছি এবং জেমস ভিন্সের মতো একজন দলনেতা আছে, যার সঙ্গে অতীতে কাজ করেছি। আমাদের দলে দারুণ প্রতিভা আছে। ক্রিস লিন এই মুহূর্তে বিগ ব্যাশে দুর্দান্ত অবস্থায়। মিডল অর্ডারে আছে হেটমায়ার, ভিসে ও ওভারটনের মতো পাওয়ার হিটাররা।’
অতীতেও আমিরাতে রিস্ট স্পিনারদের মাধ্যমে সুবিধা পাওয়া গেছে। এবারও তার ব্যত্যয় হবে না। সেক্ষেত্রে দলের স্পিন বিভাগ নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন ফ্লাওয়ার। বলেন, ‘আমরা দুজন রিস্ট স্পিনার পেয়েছি। তারা কীভাবে বল করে, দেখতে আমি মুখিয়ে। তাদের মধ্যে রহস্যের উপাদান আছে।’
জিম্বাবুয়ের সাবেক অধিনায়কের মতে, আইএল টি-টোয়েন্টি শুধু আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য নয়, আমিরাত খেলোয়াড়দের জন্যও বড় মঞ্চ। ফ্লাওয়ার বললেন, ‘আমিরাতের খেলোয়াড়রা কী করে, সেটা দেখতে অধীর হয়ে আছি আমি। শুধু গালফ জায়ান্টসের নয়, সবগুলো দলের আমিরাতি খেলোয়াড়দের পারফর্ম দেখতে চাই। আয়ান আফজাল খান একজন প্রতিশ্রুতিশীল অলরাউন্ডার এবং তার মতো তরুণ খেলোয়াড়দের জন্য নিজেদের চ্যালেঞ্জ করার ভালো সুযোগ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post