স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) আবারও গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে ফিরতে যাচ্ছেন মিসবাহ উল হক। সাবেক এই তারকাকে গুরু দায়িত্ব দিতে যাচ্ছেন নতুন ম্যানেজম্যান্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ। এমনটাই শোনা যাচ্ছে ক্রিকইনফোর প্রতিবেদনের বরাত দিয়ে।
পিসিবিতে ক্রিকেট বিষয়ক কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেতে পারেন মিসবাহ। সাবেক অধিনায়ককে একই সাথে জাকা আশরাফের ক্রিকেট উপদেষ্টাও করা হতে পারে। খুব শীঘ্রই সেই নিয়োগ দেওয়া হতে পারে।
মূলত দায়িত্ব পাওয়ার পর থকেই পিসিবিকে নতুন করে ঢেলে সাজাতে চেষ্টা করছেন জাকা আশরাফ। তিনি গুরুত্ব দিচ্ছেন সাবেক ক্রিকেটারদের। যার জন্য বিভিন্ন জনের সাথে বৈঠকও করছেন। এর ধারাবাহিকতায় বৈঠক সেরেছেন মিসবাহ’র সাথেও। আর সেই বৈঠকে মিসবাহ’র পক্ষ থেকে সবুজ সংকেত পেয়েও যান জাকা আশরাফ। যার ফলেই নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।
এর আগে খেলোয়াড়ি জীবন ছাড়ার পর পাকিস্তানের ক্রিকেটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পান মিসবাহ। জাতীয় দলের প্রধান কোচ ও প্রধান নির্বাচক, দুটিই একসাথে দায়িত্ব পালন করেন। তবে বছর দুয়েক আগে সেই চাকরি ছাড়তে বাধ্য হন। ২০২১ সালের দিকে রমিজ রাজা পিসিবি প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগমূহুর্তে মতবিরোধের হবে জেনে, নিজেই চাকরি থেকে সরে দাঁড়ান মিসবাহ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post