স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান দলে আবারো ফিরলেন বাবর আজম। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ দুই ম্যাচে দল থেকে বাদ পড়ার পর জিম্বাবুয়ে সিরিজেও টেস্ট দলে ছিলেন না তিনি। তবে এবার বাবর আজমকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য তিন ফরম্যাটে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানের নির্বাচকেরা দক্ষিণ আফ্রিকা সিরিজে শাহিন শাহ আফ্রিদীকে কেবল সাদা বলের জন্য বিবেচনা করেছেন। লাল বলের ফরম্যাটে বিশ্রামে দেওয়া হয়েছে এই তারকা পেসারকে। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফি বিবেচনায় কেবল সাদা বলের সিরিজে রাখা হয়েছে তাকে। ফিটনেস সমস্যার কারণে দলে জায়গা পাননি ওপেনার ফখর জামানকে।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সেরা হয়েও দলে সুযোগ মেলেনি সাজিদ খানের। তার জায়গায় পেসার মোহাম্মদ আব্বাসকে বেছে নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকায় প্রত্যাশিত পেস-বান্ধব পরিবেশেষের কারণেই দলে পেসারদের আধিপত্য রাখা হয়েছে।
দক্ষিণ আফ্রিকা সফরে পাকিস্তানের স্কোয়াড:
টেস্ট স্কোয়াড:: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আমির জামাল, আবদুল্লাহ শফিক, বাবর আজম, হাসিবুল্লাহ, কামরান গোলাম, খুররম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, নোমান আলী, সাইম আইয়ুব এবং সালমান আলী আগা।
ওয়ানডে স্কোয়াড: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, কামরান গোলাম, মোহাম্মদ হাসনাইন, মুহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মকিম, তৈয়ব তাহির এবং উসমান খান।
টি-২০ স্কোয়াড: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মুহাম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মোকিম, তৈয়ব তাহির এবং উসমান খান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০