স্পোর্টস ডেস্কঃ ডেভিড ওয়ার্নারের বিদায়ী টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় পায় অস্ট্রেলিয়া। নতুন অধিনায়ক শান মাসুদের অধীনে পাকিস্তান দলকে গতকাল (রোববার) ৩৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে প্যাট কামিন্সের দল। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার বোলারদের আগুনে বোলিংয়ের মুখে পড়ে পাকিস্তানি ব্যাটাররা। ৪৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৮৯ রানে অলআউট হয়ে যায় তারা।
এদিকে দ্বিতীয় টেস্টের জন্য সোমবার দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। বক্সিং ডে টেস্টের স্কোয়াডে জায়গা পেয়েছেন ১৩ ক্রিকেটার। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠেয় এই ম্যাচের আগে স্কোয়াডে রাখা হয়নি ল্যান্স মরিসকে। তরুণ এই পেসারকে বাদ দেয়া হয়েছে।
অস্ট্রেলিয়া স্কোয়াড- প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খাওয়াজা, মারনাস ল্যাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক এবং ডেভিড ওয়ার্নার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post