স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান যাতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে না পারে সেজন্য তলে তলে গোপন ষড়যন্ত্র করছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া একমাত্র দল ভারত যারা পাকিস্তানে খেলতে গিয়ে অস্বীকৃতি জানিয়েছে। ভারত আসতে না চাইলে পাকিস্তান ভারতকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায়। সেজন্য প্রয়োজনে ভারতের জায়গায় শ্রীলঙ্কাকে খেলানোর পক্ষে দলটি।
পাকিস্তান গণমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’ জানিয়েছে, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরিয়ে নিজেদের মাটিতে নেওয়ার জন্য গোপনে ষড়যন্ত্র করছে। অংশ নেওয়া বাকী দলগুলোকে লোভনী প্রস্তাব দিচ্ছে গোপনে। যাতে অন্যরাও পাকিস্তানে যেতে অনিহা প্রকাশ করেন। সেক্ষেত্রে ভারত আইসিসিতে প্রভাব খাটিয়ে ভেন্যু নিজেদের দেশে নিয়ে যেতে পারবে।
পাকিস্তান ও ভারতের এমন মনোভাবের পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে তারা অংশ নেওয়া অন্য দেশগুলোর সঙ্গের বৈঠক করে সিদ্ধান্ত নেবে। অন্য দেশগুলো আসলে কি চায়? পাকিস্তানে যদি খেলতে চায় তবে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আর অন্যরা ভেন্যু সরানোর পক্ষে মত দিলে আইসিসি সেই মতো ব্যবস্থা নেবে।
আইসিসির ওই বৈঠকে অন্যদের মতামত নিজেদের পক্ষ নিতে কাজ শুরু করেছে ভারতীয় বোর্ড বিসিসিআই। আইসিসির রাজস্বের একটা বড় অংশ পায় ভারত। বিসিসিআই জানিয়েছে, তারা যদি পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানায়, তবে ভারত তাদের লভ্যাংশের একটা বড় অংশ বোর্ড গুলোকে দেবে। এর বাইরে ভারত দ্বি-পাক্ষিক সিরিজ আরো বেশি করে খেলবে তাদের পক্ষ মত দেওয়া দলগুলোর বিপক্ষে। ক্রিকেট পাকিস্তান দাবি করেছে, এমন নানা সুযোগ-সুবিধার অফার অন্য বোর্ডগুলোকে দিচ্ছে ভারত।
আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। এখনও পর্যন্ত আয়োজক দেশ হিসাবে রয়েছে পাকিস্তানই। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যে প্রোমো প্রকাশ করেছে সেখানে আয়োজক দেশ হিসাবে পাকিস্তানকেই রেখেছে। সে দেশে ট্রফি ট্যুরও শুরু হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত প্রতিযোগিতার সূচি ঘোষণা হয়নি। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে নানা শঙ্কা থেকেই গেছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০