নিজস্ব প্রতিবেদকঃ পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন লিটন দাস। সন্ধ্যা সাড়ে সাতটায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রবেশ করেন তিনি। এরপর আনুষ্ঠানিকতা শেষে ৯টা ১৫ মিনিটের ফ্লাইটে উড়াল দিয়েছেন এই ওপেনার। জানা গেছে কাতার হয়ে লাহোর পৌঁছাবেন তিনি।
আগামীকালই (মঙ্গলবার) দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে লিটনের। তবে পরের ম্যাচে তার খেলা নিয়ে সংশয় রয়েছে বেশ। কারণ, টুর্নামেন্টের আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর পর নির্দিষ্ট কোনো কারণ ছাড়া স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে না কোনো দল।
এদিকে লিটন শুরুতে এশিয়া কাপ দলের সাথে যেতে পারেন নি জ্বরের কারণে। অসুস্থতার কারণে বাংলাদেশের জার্সিতে প্রতিযোগিতার গ্রুপ পর্বে খেলা হয় নি এই উইকেটকিপার ব্যাটারের। এবার সুস্থ হয়ে দলে যোগ দিতে যাচ্ছেন তিনি। যদিও খেলতে পারবেন কীনা নিশ্চিত নয়।
এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে কার্যত সুপার ফোন নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। সুপার ফোরে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ হবে পাকিস্তান। গাদ্দাফি স্টেডিয়ামে আগামী ৬ তারিখ এই ম্যাচ। এরপর সাকিব-মুশফিকরা পাড়ি জমাবে শ্রীলঙ্কায়। আসরের ফাইনালও হবে দ্বীপ দেশটিতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post