স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান। শনিবার কলম্বোয় তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৮ রান তোলে বাবর আজমের দল।
রান তাড়ায় ৯৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা আফগানিস্তান শেষ পর্যন্ত ২০৯ রান পর্যন্ত পৌঁছায়। ৫৯ রানে ম্যাচ জিতে আফগানদের ৩-০ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাবর-রিজওয়ানরা। এ জয়ের পথে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছে পাকিস্তান।
সিরিজ শেষে বাবর জানান, দলের সবার কঠোর পরিশ্রমের ফসল এই সাফল্য। বাবর বলেন, ‘আমরা এখন আবার ওয়ানডের এক নম্বর দল। সব কৃতিত্ব ছেলেদের। এই সিরিজের আগে লাহোরে আমাদের ছোট্ট একটি ক্যাম্প হয়েছিল। গত মাস দুয়েক ধরেই ছেলেরা অনেক পরিশ্রম করছে, ঘাম ঝরাচ্ছে। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজের পর এই সিরিজের জন্য সবাই খুব ভালো প্রস্তুতি নিয়েছে।’
তৃতীয় ওয়ানডেতে আফগানদের বিপক্ষে ৮৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ৬০ রান করেন পাকিস্তান অধিনায়ক বাবর। আগের ম্যাচেও ফিফটির দেখা পেয়েছিলেন তিনি। রিজওয়ান ক্রিজ ছাড়েন ৭৯ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬৭ রানের ইনিংস খেলে। নওয়াজের ২৫ বলে ৩০ রান করেন। এছাড়া আঘা সালমানের অপরাজিত ৩১ বলে ৩৮ রানে ভর করে বড় লক্ষ্য পায় পাকিস্তান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post