স্পোর্টস ডেস্ক:: পাকিস্তানের পেস তারকা মোহাম্মদ আমিরকে আবারো ফেরানো হচ্ছে দলে। কোচ এবং বোর্ডের বিরুদ্ধে ‘মানষিক অত্যাচার’র অভিযোগ করে ২০২০ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান এই পেসার।
অবসরের সিদ্ধান্তের সঙ্গে জানিয়ে ছিলেন, কোচ মিসবাহ উল হক, ওয়াকার ইউনুস ও বোর্ড প্রধান রমিজ রাজা পিসিবি থেকে সরে গেলে তিনি অবসর ভেঙে ফিরে আসবনে। সময়ের পরিক্রমায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আর নেই এই তিনজন। ফলে তার ফেরার সম্ভাবনাও তৈরি হয়েছে।
পাকিস্তান দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন শহীদ আফ্রিদী। সাবেক এই ক্রিকেটারও বেশ আন্তরিক আমিরের প্রতি। পিসিবির একজন নির্বাচক আমিরের ম্যানেজারের সঙ্গেও যোগাযোগ করেছেন। জানিয়েছেন, তাকে আন্তর্জাতিক ক্রিকেটে বিবেচনা করা হচ্ছে। তিনি যেনো পিসিবির বিরুদ্ধে কোনো ইন্টারভিউ বা বিবৃতি না দেন।
পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির আগামি ওয়ানডে বিশ্বকাপ পরিকল্পনায় আছেন মোহাম্মদ আমির। সেজন্য তাকে ‘সতর্ক’ থেকে চলাফেরা করতে বলা হয়েছে। বাইরের বিষয়ে মনযোগী না হয়ে মাঠের খেলায় মনযোগী হতে বলা হয়েছে।
ফর্মে থাকা অবস্থায়ই আমির আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। তখনকার কোচ ও বোর্ড প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগও তুলেন তিনি। ২০২১টি-২০ বিশ্বকাপের পর মিসবাহকে সরে যেতে হয় কোচের দায়িত্ব থেকে। গত বছর রমিজ রাজাও হারান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post