স্পোর্টস ডেস্ক:: একেতো সিরিজের প্রথম ম্যাচে হার। তার ওপর দ্বিতীয় ম্যাচে ‘দুর্বল’ অনভিজ্ঞ আয়ারল্যান্ডের ব্যাটাররা পাকিস্তানের বোলারদের পিটিয়ে ১৯৩ রান তুলেছে। যদিও ম্যাচ জিতেছে পাকিস্তান।
তবে পাক বোলারদের এমন নাজেহাল অবস্থা দেখে বেশ ক্ষুব্ধ দেশটির সাবেক ক্রিকেটার রমিজ রাজা। সমালোচনা করেছেন তিনি। ভবিষ্যতে পাকিস্তান দলের অবস্থা খারাপ হবে বলেও মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক এই তারকা।
বিশ্বকাপের আগে এমন দলের বিপক্ষে বাজে পারফরম্যান্স, বোলারদের খরুচে বোলিং সামনের পরিস্থিতি আরো ‘কঠিন’ করে তুলবে বলে মনে করেন রমিজ। শাহিন শাহ আফ্রিদী, নাসিম শাহ ও মোহাম্মদ আমিরদের মতো বিশ্বমানের বোলারদের কাছে এমন বোলিং প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন এই পাক তারকা।
ফখর জামান ও মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ আইরিশ ফিল্ডাররা মিস করায় পাকিস্তান জিততে পেরেছে। না হলে ম্যাচ হারতে হতো পাকিস্তানকে। বোলারদের সমালোচনা করে রমিজ রাজা বলেন, ‘তারা আয়ারল্যান্ডের বিপক্ষে ২০০ রান (২০০ রানের কাছাকাছি) দিয়েছিল এবং দেখে মনে হয়েছিল যে, আমাদের বোলাররা পিছনে ছিল। তারা যদি রিজওয়ান এবং জামানের ক্যাচ নিতে পারতো, তাহলে পাকিস্তানের জন্য লক্ষ্য তাড়া করা কঠিন হয়ে উঠতো।’
রাজা আরও বলেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের শীর্ষ বোলাররা এত রান দিলে ভবিষ্যতে দলের অবস্থা খারাপ হয়ে যাবে। পাকিস্তানের শক্তি এবং সাফল্য বোলারদের উপর নির্ভর করে। বিশেষ করে পেসাররা। তারা গত বছর ভারতে বিশ্বকাপের পর থেকেই ভালো করতে পারছে না। প্রথম দুই বল ভালো করে তো পরের তিন বল করে খুবই বাজে। এটি পরিস্থিতিকে কঠিন করে তোলে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post