স্পোর্টস ডেস্কঃ প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে সৌদি আরবের ফুটবলে নতুন যাত্রা শুরু করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের অভিষেক ম্যাচে দুটি গোলও করেন তিনি। তবে সৌদি প্রো লিগে নামতেই যেন অচেনা এক রোনালদো।
নিজের অভিষেক ম্যাচে গোল পাননি। তবে সেই ম্যাচে জিতেছিল তার দল। কিন্তু দ্বিতীয় ম্যাচেও গোল পাননি। এবার আর জয় নয়, তাঁর দল হেরে বিদায় নিয়েছে সৌদি সুপার কাপের আসর থেকে। বৃহস্পতিবার রাতে সৌদি সুপার কাপের সেমি ফাইনালে আল নাসেরকে ৩-১ গোলে হারিয়েছে আল ইত্তিহাদ।
এই ম্যাচে পুরোপুরি নিষ্প্রভ ছিলেন রোনালদো। ম্যাচজুড়ে মাত্র একটি সুযোগ পেয়েছিলেন। তবে সেটি কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন তিনি। এর বাইরে ম্যাচজুড়ে শুধু দলের গোল হজম করাই দেখে গেছেন। মাঠের খেলায় নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি পর্তুগিজ সুপারস্টার।
এই ম্যাচে আল নাসেরের হয়ে একমাত্র গোলটি করেন তালিসকা। আর ইত্তিহাদের হয়ে একটি করে গোল করেন রোমারিনহো, রাজ্জাক ও শানকেটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post