স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। শুক্রবার লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে হামজার পক্ষে পাসপোর্টটি গ্রহণ করেছেন তাঁর মা রাফিয়া চৌধুরী। এর আগে লেস্টার সিটির এই ডিফেন্ডার বাংলাদেশী পাসপোর্টের আবেদন করেছিলেন গত জুন মাসে।
বর্তমানে লেস্টার সিটিতে খেলা মিডফিল্ডার হামজা একাধিকবার বাংলাদেশের জার্সিতে খেলার ইচ্ছে পোষণ করেছেন। ইংল্যান্ডে জন্ম নেওয়া এই ফুটবলার এর আগে তার মাতৃভূমি বাংলাদেশ নিয়ে আবেগঘন নানা কথা বলেছিলেন। সেই সূত্র ধরেই খেলার আশা এবং পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু হয়েছিল। এদিকে আজ পাসপোর্ট হাতে পাওয়া হামজা বাংলাদেশের জার্সিতে খেলার পথে একধাপ এগোলেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) হামজাকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলানোর প্রক্রিয়া আগেই শুরু করেছে। এখন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) অনুমতির প্রক্রিয়া শুরু হবে। এরপর লাগবে তাঁর ক্লাব লেস্টার সিটির অনুমতি। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছে লেস্টার। ২০১৬ আসরের লিগ চ্যাম্পিয়নদের সাথে ২০২৭ সালের জুন পর্যন্ত হামজার চুক্তি রয়েছে। এর আগে ধারে খেলেছিলেন ওয়াটফোর্ডে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০