স্পোর্টস ডেস্কঃ ব্রিসবেনের দিবারাত্রির টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে রূপকথার জন্ম দিয়েছে উইন্ডিজ। আনকোরা তরুণ পেসার শামার জোসেফের আগুনঝরা বোলিংয়ে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতেছে ক্যারিবিয়ানরা। অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে চমৎকার বোলিং করে আলোড়ন তোলা জোসেফ ডাক পেয়েছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। এই পেসারকে দলে টেনেছে পেশাওয়ার জালমি।
এখন পর্যন্ত দুটি স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন শামার। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের গত আসরে দুই ম্যাচ খেলে কোনো উইকেট নিতে পারেননি তিনি। আগামী ১৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে পিএসএলের। পরদিন নিজেদের প্রথম ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে খেলবে জালমি। এই ম্যাচ দিয়ে পিএসএল অভিষেক হতে পারের শামারের। মূলত তিনি দলটির আরেক পেসার ছিটকে যাওয়ায় ডাক পেয়েছেন।
ইংলিশ পেসার গাস অ্যাটকিনসনের অভাব পূরণ করতে শামারকে দলে ভিড়িয়েছে জালমি। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচে টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। যেখানে স্কোয়াডে আছেন অ্যাটকিনসন। তাই আসরের গ্রুপ পর্ব মিস করবেন তিনি। এদিকে ব্রিসবেনে ক্যারিবিয়ানদের ৮ রানের অবিশ্বাস্য জয় এনে দেওয়ার পথে শামার ধরেন ৭ শিকার। ম্যাচের সেরা তো বটেই, সিরিজ সেরার পুরস্কারও ওঠে তার হাতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post