স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের সুপার লিগ (পিএসএল) থেকে নাম প্রত্যাহার নিয়েছেন রশিদ খান। পিঠের চোট থেকে এখনও সেরে না ওঠায় এই সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের এ লেগ স্পিনার। এর আগে বিগ ব্যাশ ও এসএ টি-টোয়েন্টি থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি।
পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে গত তিন মৌসুম খেলেছেন রশিদ। ২০২২ ও ২০২৩ আসরে তার দল শিরোপাও জিতেছে। এরপর রশিদকে ধরে রাখে ফ্র্যাঞ্চাইজিটি। ২০২৪ সালের আসরে খেলার সম্ভাবনা নেই জেনেও রশিদকে দলে রেখে দিয়েছে লাহোর। ফ্র্যাঞ্চাইজিটি আশা করছে, এই আসরে না পেলেও আগামী আসরে দলে পাওয়া যাবে আফগান এই তারকাকে।
গত নভেম্বর থেকে পেশাদার ক্রিকেটের বাইরে আছেন রশিদ। পিঠের চোটের জন্য চিকিৎসকের ছুরি-কাঁচির নিচে যেতে হয় তাকে। ভারতের বিপক্ষে আফগানিস্তানের সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। দলের সঙ্গে ভারতেও যান, কিন্তু ফিট না থাকায় খেলতে পারেননি কোনো ম্যাচ। ধারণা করা হচ্ছে, আইপিএলের আগে পুরোপুরি ফিট হয়ে যাবেন রশিদ। সব কিছু ঠিক থাকলে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে গুজরাট টাইটান্সের হয়ে খেলবেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post