স্পোর্টস ডেস্কঃ পিএসজির কোচ লুইস এনরিকে দলের অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রে ভোটের আয়োজন করেন। আর সেখানে ফুটবলারদের ভোটে দলটির অধিনায়ক নির্বাচিত হয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিওস। কিলিয়ান এমবাপে পেয়েছেন মাত্র ১ ভোট!
মার্কিনিওসের পরে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন পিএসজির পর্তুগিজ ডিফেন্ডার দানিলো পেরেইরা। তৃতীয় হয়েছেন পিএসজির ফ্রান্স ডিফেন্ডার প্রিন্সেল কিম্পেম্বে। চতুর্থ হওয়ায় এমবাপে পিএসজির সহ-অধিনায়ক হিসেবে থাকবেন। প্রথম তিনজন কোন কারণে মাঠে না থাকলে আর্মব্যান্ড পরবেন তিনি।
সাধারণত একটি দলে চারজন অধিনায়ক রাখা হয়। মূল অধিনায়ক চোটে পড়লে কিংবা নিষিদ্ধ হলে তার জায়গায় পরবর্তীজন আর্মব্যান্ড পরে থাকেন। খেলোয়াড়দের ভোটের ভিত্তিতে চারজনকে অধিনায়ক নির্বাচিত করেছে পিএসজিও। সর্বাধিক ভোট পেয়ে অধিনায়ক হয়েছেন মার্কিনিওস।
গত মৌসুম শেষ করেই পিএসজি ছাড়তে চান এমবাপে। এই খবরের পর ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে তার দূরত্ব সৃষ্টি হয়। এর জেরে প্রাক–মৌসুম প্রস্তুতির সফরের দল থেকে বাদ পড়েন তিনি। শেষ পর্যন্ত গত সপ্তাহে মূল দলের হয়ে ফেরেন ফরাসি তারকা। তবে দল ছাড়ার মনোভাবে তাঁর সাথে সতীর্থদের কাছে এবার ততোটা জনপ্রিয় হয়ে উঠতে পারেননি এমবাপে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post