স্পোর্টস ডেস্ক:: পিএসজির ইতালিয়ান গোলরক্ষক গোন্নারুম্মার মুখ প্রতিপক্ষের বুটের আঘাতে ক্ষতবিক্ষত হলো। ফ্রেঞ্চ লিগ আঁতে মোনাকোর বিপক্ষে এই ঘটনা ঘটেছে। যদিও ম্যাচটি পিএসজি জিতেছে ৪-২ ব্যবধানে।
ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার সাথে ঘটনাটি ঘটে ম্যাচের ১৭তম মিনিটে। মোনাকোর ডিফেনডার উইলফ্রিড সিঙ্গোর বুট সরাসরি আঘাত হানে দোন্নারুম্মার মুখের ডান পাশে।
সিঙ্গোর নেওয়া শট আটকে দিয়েছিলেন দোন্নারুম্মা। তবে ধাবমান সিঙ্গো থামতে না পেরে চেষ্টা করেছিলেন দোন্নারুম্মাকে টপকে যেতে, কিন্তু তাঁর বুটের তলার দিকটা সরাসরি আঘাত করে মুখে। তাতে দোন্নারুম্মার গালের অনেকটা অংশই কেটে যায়। রক্তপাত বন্ধ করতে ১০টি স্টাপল দিয়ে কোনোরকমে জোড়া লাগানো হয় কাটা অংশ।
মোনাকোর স্তাদ লুই দ্য সেকেন্ডে ম্যাচের এমন ঘটনার পর রেফারি হলুদ কার্ড দেখান সিঙ্গোকে। যা নিয়ে বেশ সমালোচনা চলছে। এই দুর্ঘটনার পর প্রায় মিনিট পাঁচেক বন্ধ থাকে খেলা। এরপর অবস্থা গুরুতর হওয়ায় মাঠ ছাড়েন দেন্নারুম্মা।
সিঙ্গোকে রেড কার্ড না দোখাতে সমালোচনা করেছেন পিএসজি অধিনায়ক মারকিনিওস। তিনি বলে ‘আমি জানি না রেফারির ঘটনাটা ঠিকমতো দেখেছেন কি না, তবে ভিএআরের হস্তক্ষেপ করা দরকার ছিল। এ রকম অবস্থায় লাল কার্ড না দেখানোটাকে বড় সিদ্ধান্তই বলতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০