স্পোর্টস ডেস্ক:: ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের শীর্ষে থাকা আর্সেনালকে রুখে দিয়েছে মোহাম্মদ সালাহদের লিভারপুল। ২-০ গোলে পিছিয়ে পড়া লিভারপুল মিশরীয় তারকা সালাহ ও রবার্তো ফিরমিনোর গোলে হার এড়িয়েছে। ২-২ গোলের সমতায় পয়েন্ট খুঁইয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল।
ম্যাচের প্রথমার্ধে দাপুটে খেলে লিড নেয় আর্সেনাল। ম্যাচের শুরু থেকেই দাপট নিয়ে খেলতে থাকে দলটি। গ্যাব্রিয়েল মার্টিনেল গোলে ৮ম মিনিটেই পেয়ে যায় লিড। ১-০ গোলে এগিয়ে যাওয়া আর্সেনালকে মিনিট বিশেক পরেই এগিয়ে দেন গ্যাব্রিয়েল জেসুস। ২৮তম মিনিটেই ২-০ গোলে লিড নেয় শীর্ষে থাকা দলটি।
পিছিয়ে পড়া লিভারপুল প্রথমার্ধেই ব্যবধান কমায়। ম্যাচের ৪২তম মিনিটে মোহাম্মদ সালাহর গোলে লিভারপুল স্কোর লাইন ২-১ করে। ব্যবধান কমলেও আর্সেনাল লিড ধরে রেখেই বিরতিতে যায়।
বিরতির পর দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে আর্সেনাল ব্যবধান আরো বাড়াতে চেষ্টা করে। লিভারপুলও ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে। দুই দলের একের পর এক আক্রমণে ম্যাচও বেশ জমে উঠে প্রথমার্ধের মতোই।
সুযোগ কাজে লাগায় লিভারপুল। ম্যাচের অন্তিম সময়ে আর্সেনালের জয় রুখে দেন রবার্তো ফিরমিনো। ম্যাচের ৮৭তম মিনিটে তার গোলে সমতায় ফেরে লিভারপুল। নিশ্চিত পয়েন্ট হাতছাড়া করে শীর্ষ স্থান আরো মজবুত করার সুযোগ হারায় আর্সেনাল। ২০১২ সালের পর অ্যানফিল্ডে লিগ ম্যাচ জয়ের খুব কাছে গিয়েও জয়হীন থেকেই মাঠ ছাড়তে হলো লিগ টপারদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post