স্পোর্টস ডেস্কঃ চলমান পাকিস্তান সুপার লিগের শুরুতেই দুঃসংবাদ শুনল মুলতান সুলতান্স। পুরো পিএসএল থেকে ছিটকে গেলেন দলটির পেসার শাহনেওয়াজ দাহানি। এক বিবৃতিতে দলটি এই তথ্য নিশ্চিত করেছে। মুলতানের হয়ে আসরের প্রথম ম্যাচে আঙ্গুলে চোট পান ডানহাতি এই পেসার। আর এই চোটের পুরো পিএসএল মিস করবেন দাহানি।
দাহানি এখন পর্যন্ত পাকিস্তানের জার্সিতে দুটি ওয়ানডে এবং ১১টি টোয়েন্টিও খেলেছেন। মুলতানে তাঁর ব্যাক আপ হিসেবে আছেন আনোয়ার আলী, সামিন গুল এবং ইহসানউল্লাহ। বুধবার দাহানিকে ছাড়াই খেলতে নামা মুলতান পেয়েছে বড় জয়। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৯ উইকেটে জিতেছে তারা। দাহানির অনুপস্থিতিতে সুযোগ পাওয়া ইহসানউল্লাহ নিয়েছেন ৫ উইকেট। পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।
মুলতানে বিদেশি পেসার হিসেবে রয়েছেন ওয়েন পারনেল এবং জশুয়া লিটল। যদিও এখন পর্যন্ত দলের সঙ্গে যোগ দেননি তারা দুজন। সবশেষ দুই মৌসুমে বেশ ভালো সময় পার করেছে মুলতান। নিজেদের ১২ ম্যাচের মাঝে মাত্র দুটিতে হেরেছে তারা। দাহানি নিজেদের প্রথম ম্যাচে সিকান্দার রাজার বিপক্ষে বোলিং করার সময় আঘাত পান। রাজার সোজা খেলা বল থামাতে গিয়ে কনিষ্ঠা আঙুলে চোট পান তিনি। এরপর স্ক্যান করা হলে তার কনিষ্ঠা আঙুলে চিড় ধরা পড়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post