স্পোর্টস ডেস্কঃ আগামী ১২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ড-পাকিস্তান লড়বে বিশ্বকাপের ম্যাচে। তবে এই দিন কলকাতায় কালীপূজা উদযাপন হবে। তাই বিশ্বকাপের ম্যাচে কলকাতা পুলিশ নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) কাছে।
কলকাতা পুলিশের দাবি, কালীপূজা বা দিওয়ালি ঘিরে যে উৎসবের আমেজ থাকে পুরো রাজ্য জুড়ে তার মাঝে কোনভাবেই ৬৮ হাজার ধারণক্ষমতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে নিরাপত্তা দেয়া সম্ভব না। নতুন করে সৃষ্ট জটিলতার ফলে পাকিস্তানের দুটি ম্যাচ নিয়ে বিভ্রাট তৈরি হয়েছে। এর আগে ভারত-পাকিস্তান ম্যাচের সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
১৫ অক্টোবরের ভারত-পাকিস্তান ম্যাচের সূচি পুনর্বিবেচনার কথা বলেছিল আহমেদাবাদের পুলিশ। ওই দিন আহমেদাবাদে ৯ দিনব্যাপী নবরাত্রি উৎসব শুরু হবে। এরই মধ্যে আহমেদাবাদের বিষয়টি বিবেচনায় নিয়ে পাকিস্তানের দু–তিনটি ম্যাচের সূচিতে বদল আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এখন কলকাতার কালীপূজা বিবেচনায় আরও পরিবর্তন আসার সম্ভাবনা দেখা দিয়েছে।
এ দিকে কলকাতা ম্যাচের সূচিতে পরিবর্তনের বিষয়টি নিয়ে কয়েক দফায় আলোচনা করলেও এখনও কোনো সুরাহা করতে পারেনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে বিসিসিআইকেও। তবে শেষ মুহূর্তে সূচি আবার বদলাবে কি না, তা পুরোপুরি নির্ভর করছে আইসিসির ওপর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post