স্পোর্টস ডেস্ক:: প্রচন্ড বৃষ্টি আর রেল নেটওয়ার্ক বিপর্যয়ের মধ্য দিয়ে প্যারিসে শুরু হলো ৩৩তম অলিম্পিক আসর। আসরের শুরুতেই নানা ঘটনা ঘটছে। ব্রাজিলের ‘কিংবদন্তী’ ফুটবলার জিকো প্যারিসে গিয়ে ৫ লাখ ইউরো খুঁইয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন।
প্যারিস পুলিশের কাছে জিকো তার মূল্যবান ইউরো হারানোর অভিযোগ করেছেন। এ দুর্ঘটনা ঘটেছে শুক্রবার। ৭১ বছর বয়সী জিকো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন। অসাবধানতাবশত জিকো তার গাড়ির জানালা খোলা রেখেছিলেন। এসময় তার গাড়ীতে থাকা ৫ লাখ ইউরো কে বা কারা নিয়ে যান।
শুক্রবার রাতে উদ্বোধনী অনুষ্ঠানের পর শনিবার সকাল থেকেই শুরু হয়ে গেছে বিশ্বের সর্ববৃহত্ত ক্রীড়াযজ্ঞ। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে প্যারিস অলিম্পিকের ব্যতিক্রমী উদ্বোধনী অনুষ্ঠান। তবে দুই দিন আগেই শুরু হয়েছে মাঠের লড়াই। ফুটবল, রাগবির পর আরচারিও শুরু হয়ে গেছে। শুক্রবার রাতে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হলেই পরের সকাল থেকে শুরু হয়ে যাবে ক্রীড়াবিদদের পুরোদমে লড়াই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post