স্পোর্টস ডেস্কঃ আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালের টিকিট পেয়েছে আল নাসের। ১৯৮২ সাল থেকে হয়ে আসা এ টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথমবার ফাইনালে খেলবে ক্রিশ্চিয়ানো রোনালদো-সাদিও মানেদের দলটি।
বুধবার ইরাকের ক্লাব আল শোর্তাকে ১-০ গোলে হারিয়েছে তারা। এর মধ্য দিয়ে ক্লাবটি ৪২ বছরের মধ্যে প্রথমবার ফাইনালে নাম লেখালো। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধ থেকেই শুরু হয় মানে-রোনালদো জুটির নৈপুণ্য।
তবে একের পর আক্রমণ করে গেলেও গোলটাই ধরা দিচ্ছিল না আল নাসেরের। অবশেষে ৭৫ মিনিটে ভাঙে ডেডলক। ডি-বক্সের ভেতর সেনেগাল তারকা মানেকে ফাউল করা হলে পেনাল্টি পায় দলটি। স্পটকিক থেকে আর ভুল করেননি রোনালদো।
ম্যাচের বাকি সময় চেষ্টা করেও ব্যবধান বাড়ানো হয়নি তাদের। শেষ পর্যন্ত তাই ১-০ গোলের জয় নিয়েই ফাইনালে পা রাখলো আল-নাসর। দিনের আরেক সেমিফাইনালে আল-হিলাল ৩-১ গোলে হারিয়েছে স্বদেশি ক্লাব আল-শাবাবকে। ফাইনালে আল-হিলাল প্রতিপক্ষ হিসেবে পাবে রোনালদোর আল-নাসরকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post